বিমানে কেন তরল নিতে দেওয়া হয় না?
বিমানে যাত্রা করার সময় একগাদা বাধা নিষেধ পেরিয়ে তবেই যেতে হয়। তার মধ্যে রয়েছে তরল নিয়ে যাওয়ার বাধাও। মাত্র ১০০ মিলিলিটার তরল নিয়ে যেতে অনুমতি দেওয়া হয়। কিন্তু কেন এই নিয়ম? কোথা থেকেই বা উৎপত্তি? সেটা ভেবে দেখেছেন কখনও?
বছর দশেক আগে এই নিয়ম চালু হয়। ২০০৬ সাল থেকে কার্যকরী হয়েছে এই নিয়ম। ওই বছরে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। যার কাছে তরলের আকারে ছিল বিস্ফোরক। সেই বিস্ফোরক নিয়ে বিমানে উঠতে যাচ্ছিল এক জঙ্গি। যদিও বিমানে ওঠার আগেই ধরা পড়ে যায় সেটি। প্রাথমিকভাবে সেটি সফট ড্রিংক মনে হয়েছিল। পরে দেখা যায়, তার সঙ্গে রয়েছে বেশ কিছু ব্যাটারিও। তখনই সন্দেহ হয় পুলিশের। পরে জানা যায় ওই বোতল ব্যবহার করে তারা বম্ব ডিভাইস বানাচ্ছিল যা বিমানে প্রয়োগ করা সম্ভব হবে সহজেই।
No comments: