চালের পাত্র খালি রাখতে নেই কেন?
বহু যুগ ধরে একটা কথা আমাদের সমাজে সব সময় বলা হয়ে থাকে, যে চালের পাত্র খালি রাখতে নেই ৷ মানে একেবারে সব খেয়ে নিয়ে চালের পাত্র একেবারে ফাঁকা করে দেওয়া উচিত নয়৷ নিছক সংস্কারে বশেই এই সতর্কতা নেওয়া হয় কি ? তা বোধহয় নয়৷ এমন সতর্কতা অবলম্বনের পিছনেও যুক্তি রয়েছে৷ সবচেয়ে যুক্তিযুক্ত কারণ হল- বিপদ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসতে পারে যখন পয়সা থাকলেও চাল পাওয়া যাবে না৷ চালের পাত্রে তখন চাল না থাকলে না খেয়েই মরতে হবে৷ যেমন ধরুন দাঙ্গা- যুদ্ধ লাগলে চালের আকাল হতে পারে ,সে সময় পাত্রে চাল থাকলে কটা দিন চালিয়ে নেওয়া যায়৷ আবার অন্য ভাবে দেখলে- হঠাৎ রাতে কয়েকজন অতিথি এল অথচ পাত্রে চাল নেই ৷ তখন তো অবস্থাটা নেহাত অস্বস্তিকর তা বলে বোঝানর দরকার নেই৷ অর্থাৎ সংস্কার হলেও এর পিছনে সামাজিক এবং অর্থনৈতিক যুক্তি রয়েছে৷
No comments: