ফিলিস্তিনিকে হত্যার বৈধতা দিতে ইসরাইলিদের অপকৌশল
গত মার্চ মাসে আহত এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার একটি ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে,ওই ফিলিস্তিনির হত্যাকাণ্ডকে বৈধতা দেয়ার লক্ষ্যে কিছুটা দূর থেকে এক ব্যক্তি লাথি দিয়ে তার লাশের দিকে একটি ছুরি নিক্ষেপ করছেন।
গত ২৮ মার্চ ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর সার্জেন্ট ইলর আজারিয়া অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরে হেবরন খ্যাত আল-খলিল শহরে নিরস্ত্র ফিলিস্তিনি আবেদ আল ফাত্তাহ আল শরিফের মাথায় গুলি করে হত্যা করেছিল। একটি গোপন ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করা হয়। অথচ কথিত ছুরিকাঘাতের অভিযোগে এর আগেই ইসারাইলি সেনারা তাকে গুলি করে আহত করেছিল।
গতকাল (বুধবার) আজারিয়ার ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম চলার সময় ইসরাইলের মানবাধিকার সংস্থা ‘বিতেসেলেম’ শরিফকে হত্যার ভিডিও চিত্র প্রকাশ করেছে। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, লাশের তিন থেকে চার মিটার দূরে পড়ে রয়েছে একটি ছুরি। এরপর একটি এম্বুলেন্স ওই ছুরির ওপর দিয়ে চলে যায় এবং পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে লাথি দিয়ে ছুরিটিকে লাশের দিকে ছুঁড়ে মারে।
ওই মামলার প্রধান তদন্ত কর্মকর্তা এবং কৌঁসলি লে. কর্নেল নাদাভ ওয়েসম্যান বলেছেন, মাথার কাছে থাকা ছুরির দিকে শরিফ হাত বাড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে আমরা প্রমান করব যে, তাকে হত্যার বৈধতা দিতে যে দাবি করা হয়েছে সেটি মিথ্যা।#
No comments: