Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঢাকা ও কোলকাতার ৩ জুন শুক্রবারের পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর





  ঢাকা ও কোলকাতার ৩ জুন শুক্রবারের পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর


ঢাকা:

বাংলাদেশে গত বছর সন্ত্রাসী হামলা বেড়েছে: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়- মানবজমিন

উচ্চাভিলাষী আয়ের লক্ষ্যবিলাসী বাজেট-বাংলাদেশ প্রতিদিন

বিদ্রোহীদের বিরুদ্ধে ‘কার্যকর’ ব্যবস্থায় যাচ্ছে না আ.লীগ-প্রথম আলো

বেসরকারি খাতে পেনশন সুবিধার পরিকল্পনা- - সমকাল

চট্টগ্রামে ৩৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ –ইত্তেফাক

ভারত প্রেমিক হয়ে হাসিনা দেশটাকে নরক বানিয়ে ফেলেছে : গয়েশ্বর-কালের কন্ঠ

অবশেষে ভ্যাটে পিছু হটল সরকার-যায় যায় দিন

বাজেটে দাবির প্রতিফলন হয়নি : এফবিসিসিআই- কালের কন্ঠ

গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন শপথ নেয়া হয়েছে : ফখরুল-

দেশ অস্থিতিশীল করার পাঁয়তারায় জামায়াতের ১৬ সন্ত্রাসী চক্র'-প্রধানমন্ত্রী- যুগান্তর

মেগা প্রকল্পের মেগা বাজেট-ইনকিলাব

কোলকাতা:

কার্ডে ভুলভ্রান্তি না মেটানো পর্যন্ত মিলবে ২ টাকার চাল -বর্তমান

পেট্রল-ডিজেলের দামের ঊর্ধ্বগতি আপাতত থামবে -আজকাল

ক্লাস ফাইভের ছাত্রীকে ধর্ষণ করে খুন, তারাপীঠে তুমুল বিক্ষোভ– আনন্দবাজার

বাম-বিরোধী ভোট তৃণমূলেই, মূল্যায়ন বিজেপির-সংবাদ প্রতিদিন

পুড়ছে মথুরা, সেলফি তুলে বেড়াচ্ছেন সাংসদ হেমা-এইসময় অনলাইন



পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

২৯% ব্যয় বাড়িয়ে আসন্ন নতুন অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাজেট নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের প্রতিক্রিয়া নিয়ে ইত্তেফাকের দুটি খবর তুলে ধরছি।



সাংসদ মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা হয়েছে: এসপি-প্রথম আলো

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে সেখানকার সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আখতার।

চট্টগ্রামের পুলিশ সুপার বলেন, মামলায় সাংসদ ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অন্য আসামিদের নাম ও মামলার বিবরণ সম্পর্কে তিনি জানাতে পারেননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘সাংসদসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’

সাংসদের বিরুদ্ধে মামলার ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্য কোনো কর্মকর্তা কোনো মন্তব্য করতে চাননি।

সাংসদের বিরুদ্ধে অভিযোগ, পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেন। তখন ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে সাংসদ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওইদিন বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে সাংসদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাঁশখালীর সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করে ইসি।



শাবাশ বাঁশখালী! শাবাশ সাংসদ মোস্তাফিজ! শিরোনামে প্রথম আলো এর আগের প্রতিবেদনে লিখেছিল-চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য সংবিধানে দেয়া শপথ ভঙ্গ করেছেন মোস্তাফিজুর রহমান, শুধু তাই নয় প্রজাতন্ত্রের অফিসে বসে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তাকে মারধর করে ফৌজদারি অপরাধ করেছেন।

নির্বাহী কর্মকর্তার অপরাধ ছিল সংসদ সদস্যের পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি। তাই মোস্তাফিজুর রহমান চৌধুরী নির্বাহী কর্মকর্তাকে মারধর করেছেন। এ ঘটনার পর সংসদ সদস্যের বিরুদ্ধে নিরামিষ নির্বাচন কমিশন মামলা করার সিদ্ধান্ত নেয় এবং বাঁশখালীর সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেই দায়িত্ব শেষ করেছে।



এই বাজেট জনগণকে চুষে খাবে : বিএনপি-ইত্তেফাক

২০১৬-১৭ অর্থবছরের বাজেটকে ‘লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে বিএনপি বলছে, এই বাজেট জনগণকে চুষে খাবে। ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এই ধরনের মন্তব্য করেন বিএনপি নেতারা। বাজেটের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বাজেটে যে পরিমাণ রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটি মানুষের ভীতির কারণ হয়ে দাঁড়াবে। প্রস্তাবিত বাজেট, গণমুখী বাজেট নয়, মানুষ এই বাজেটের বোঝা বইতে পারবে না।



বাজেট গণমুখী ও উন্নয়নমূলক : আওয়ামী লীগ

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘গণমুখী’ ও ‘উন্নয়নমূলক’ বলে অভিহিত করেছে আওয়ামী লীগ।

বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে একটি যুগোপযুগী উন্নয়নমূলক বাজেট দেয়া হয়েছে। এতে শিক্ষা ও শিল্পখাতে অগ্রাধিকার দেয়া হয়েছে ।



তবে সিপিডির বক্তব্য-এই তির-ধনুকে লক্ষ্যভেদ হবে না: -প্রথম আলো

সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিপি বলেছে, প্রস্তাবিত বাজেটের আয় ও ব্যয় কাঠামোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটিকে তির-ধনুকের সঙ্গে তুলনা করা যায়। বাজেটের সার্বিক মূল্যায়ন তুলে ধরে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের দেশে ধনুকটা হলো আয় আর তিরটা হলো ব্যয়। আমরা তির‍-ধনুকে সেই শক্তি দেখতে পাচ্ছি না। এই তির-ধনুক দিয়ে ওই লক্ষ্যভেদ করা যাবে না।’



চরমপন্থিদের হামলা করার সক্ষমতা নেই: পররাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী নিরীহ লোকদের ওপর সাম্প্রতিককালে কয়েকটি হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ অনেক ঘটনা প্রতিরোধ করেছে এবং অপরাধীদের ধরতে সক্ষম হয়েছে।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'সহিংস চরমপন্থিদের মেরুদণ্ড ভেঙ্গে গেছে। তারা এখন আর দলবদ্ধভাবে হামলা করতে পারবে না।



সারাদেশে খুন –হত্যা ও দুর্ঘটনার কিছু চিত্র তুলে ধরছি এবার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় পৃথক ঘটনায় দু'জন ছুরিকাঘাতে খুন হয়েছেন। কালের কন্ঠের খবর। বাংলাদেশ প্রতিদিনের খবর-খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বগুড়া -ঢাকা মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে১০জন নিহত ও কমপক্ষে ২১জন আহত হয়েছে বলে ইত্তেফাকের খবরে বলা হয়েছে।



বিদ্রোহীদের বিরুদ্ধে ‘কার্যকর’ ব্যবস্থায় যাচ্ছে না আ.লীগ-প্রথম আলো

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় নির্দেশ উপেক্ষা করে যাঁরা ‘বিদ্রোহী প্রার্থী’ হয়েছেন, তাঁদের বিরুদ্ধে ‘কার্যকর ব্যবস্থা’ নেবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে স্থানীয়ভাবে যেসব বিদ্রোহী প্রার্থী বা তাঁদের সমর্থকদের অব্যাহতি দেয়া কিংবা বহিষ্কার করা হয়েছে, তার সঙ্গে একমত থাকবে দলের কেন্দ্র।

আওয়ামী লীগ নেতারা বলছেন, দলীয় প্রতীকে প্রথমবারের মতো ইউপি নির্বাচন হওয়ায় প্রার্থী বাছাইয়ে ত্রুটি-বিচ্যুতি হয়েছে।



পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্কব অংশ তুলে ধরছি।

বিহারে ছাত্রছাত্রীদের নকলে সাহায্য করেন শিক্ষকরাই!-আনন্দবাজার

বিহারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফার্স্ট গার্লের উত্তরে মুখ পুড়েছে সরকারের। প্রশ্ন উঠেছে রাজ্যের শিক্ষাব্যবস্থার মান নিয়ে। প্রশ্নের মুখে পড়ে রাজ্য শিক্ষা দফতরের মান বাঁচাতে তড়িঘড়ি ফের ১৪ জন ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।বিহারের শিক্ষা ব্যবস্থার আসল চিত্রটি কেমন, এক সমীক্ষায় তা উঠে এসেছে। বিহারে পরীক্ষার কথা উঠলেই গত বছরের একটি দৃশ্য ভেসে ওঠে। দৃশ্যটি ছিল এক পরীক্ষাকেন্দ্রের। দেখা যায়, ছাত্রছাত্রীদের নকল করতে বন্ধু, আত্মীয় এমনকী মা-বাবারাও সাহায্য করছেন। পরীক্ষার হলের জানলা দিয়ে নকল সরবরাহ চলছে। আর এ সবই ঘটছে পরীক্ষকদের সামনে!

জবরদখল ঘিরে অগ্নিগর্ভ মথুরা, পুলিশ সুপার খুন, হত আরও ৪০

জমির জবরদখলকারীদের হঠাতে গিয়ে পুলিশ-জনতার সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরপ্রদেশের মথুরা। দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় দুই পুলিশকর্মী-সহ অন্তত ২৪ জনের।



বাংলাকে বিশ্বসেরা করে তোলার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন

মুখ্যমন্ত্রী পদে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে মাত্র কদিন হল৷ কিন্তু এবার গোড়া থেকেই যেন স্লগ ওভারের মেজাজ৷ উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে বদ্ধপরিকর৷ আর সে কারণে যে কোনও পদক্ষেপই খুব দ্রুত নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি৷ তাঁর সরকারের দ্বিতীয় পর্বের প্রথম প্রশাসনিক বৈঠকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷



ধর্ষককে কষিয়ে চড় মারলেন নির্যাতিতা-সংবাদ প্রতিদিন

এই তিন ধর্ষকই একটা গোটা রাত জুড়ে নৃশংস অত্যাচার চালিয়েছিল তাঁর ওপর৷ সেই পাষণ্ডদের হাতের সামনে পেয়ে নিজেকে সংযত রাখা সম্ভব হল না ধর্ষিতার৷ কিল, চড়, থাপ্পড়ে নিজের ক্ষোভ উগরে দিলেন ম্যাজিস্ট্রেটের সামনেই৷ টিআই প্যারেডে প্রাথমিক প্রতিশোধ নেওয়া হয়ে গেল শিল্পতালুকের গণধর্ষিতার৷ এবার আইন অনুযায়ী বিচার হবে, সেটার জন্য সময়ের অপেক্ষা৷

বৃহস্পতিবার বিধাননগরের শিল্পতালুকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শনাক্তকরণের জন্য টেস্ট আইডেন্টিটিফিকেশন প্যারেড হল দমদম সেন্ট্রাল জেলে৷ সরকারিভাবে জানা না গেলেও জেল সূত্রে খবর মিলছে যে, একাধিক ব্যক্তির মধ্য থেকে তিন মূল অভিযুক্তকে খুঁজে নিতে দ্বিধা দেখাননি নির্যাতিতা৷ তবে এখনও পর্যন্ত সরকারিভাবে শনাক্তকরণের রিপোর্ট হাতে না আসায় মুখ খুলতে চাইছে না পুলিশ।#
 
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply