আমেরিকার আকাশে ২ জঙ্গিবিমান বিধ্স্ত: নিহত ১ পাইলট
ফাইল ফটো
আমেরিকার আকাশে দুটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে অন্তত এজন পাইলট নিহত হয়েছেন।
টেনেসি অঙ্গরাজ্যের আকাশে ব্লু অ্যাঞ্জেলস জঙ্গিবিমান নিয়ে অনুশীলনের সময় সেটি বিধ্বস্ত হলে পাইলট মেরিন ক্যাপ্টেন জেফরি কুস মারা যান। চলতি সপ্তাহের শেষ দিকে বিমান প্রদর্শনীতে তার অংশ নেয়ার কথা ছিল বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এছাড়া, নাশভিল শহরের ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পিটারসন ঘাঁটি থেকে ওড়ার সময় একটি এফ/এ-১৮ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়।
মার্কিন সরকারি কর্মকর্তা হ্যারি গিল ঘটনা দুটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্লু অ্যাঞ্জেল বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন তবে কোনো বেসামিরক লোক হতাহত হয় নি। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল।
এর আগে, কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রাজুয়েশন অনুষ্ঠানে এফ/এ-১৮ বিমান বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। প্রেসিডেন্ট বারাক ওবামা নিজে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ওবামা ওই পাইলটকে দেখতে যান এবং নিরাপদে বেরিয়ে আসতে পারায় প্রেসিডেন্ট সন্তুষ্টি প্রকাশ করেন। দুর্ঘটনার কারণ জানা যায় নি তবে মার্কিন বিমান বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।#
No comments: