Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর







ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর



ঢাকা:

    ইউপি নির্বাচনে সব মিলিয়ে নিহত ১১৩ পঙ্গু ১০ হাজার: বিএনপির তথ্য- প্রথম আলো অনলাইন
    এফবিসিসিআইর ক্ষুব্ধ প্রতিক্রিয়া: ব্যবসায়ীদের মুখের হাসি কেড়ে নিয়েছে বাজেট-দৈনিক যুগান্তর
    আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন: বাংলাদেশে বন্দর তৈরি করবে ভারত- নয়া দিগন্ত
    নির্বাচনের জন্য বিএনপি সব সময় প্রস্তুত: মির্জা ফখরুল- দৈনিক ইনকিলাব
    রমজানে মার্কেটে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালের কন্ঠ
    'দেশে দুধের ঘাটতি ৫২ শতাংশ'-দৈনিক কালের কন্ঠ
    মোবাইল ফোনে অতিরিক্ত টাকা কাটা শুরু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
    বিএনপির অস্তিত্ব খুঁজে পান না অর্থমন্ত্রী-দৈনিক যায়যায়দিন

কোলকাতা:

    দাড়ি কাটতে রাজি না হওয়ায় বরখাস্ত করা হলো মুসলিম সিপাহিকে-দৈনিক আনন্দবাজার
    উচ্ছেদ অভিযান নিয়ে মথুরায় তুলকালাম, এসপিসহ নিহত ২৪-এইসময় অনলাইন
    পুলিশ-জনতা সংঘর্ষের পর আপাতত শান্ত এলাকা; হাসি ফুটল প্রতিবেশীদের মুখে-দৈনিক আনন্দবাজার
    হকার উচ্ছেদ নিয়ে বোমাবাজি বারুইপুর স্টেশনে-দৈনিক আজকাল
    ত্রিপুরাকে বাম শাসন থেকে মুক্ত করতে উদ্যোগী তৃণমূল-সংবাদ প্রতিদিন
   

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হোক: আদালতের যুগান্তকারী রায়-প্রথম আলো

বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির প্রবিধানমালা ২০০৯-এর ৫ ও ৫০ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে একজন সাংসদ চাইলেই কোনো স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না। নির্বাচন না দিয়ে বিশেষ ব্যবস্থাপনা কমিটিও গঠন করা যাবে না। একজন আইনজীবীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার যুগান্তকারী এ রায় ঘোষণা করা হয়। হাইকোর্টের এ রায়ের ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক প্রভাব কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।২০০৯ সালের জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা তৈরি হয়। প্রবিধান অনুযায়ী, একজন সাংসদ সর্বোচ্চ চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারতেন। এখন একজন সাংসদ চারটি প্রতিষ্ঠানের সভাপতি হতে চাইলে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যের ভোটে তাঁকে নির্বাচিত হতে হবে।

বাজেট ২০১৬-১৭: বাস্তবায়ন নিয়ে সংশয়-দৈনিক যুগান্তর

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী দারিদ্র্যকে সমূলে উৎপাটনের কথা বলেছেন। তবে এজন্য তিনি স্পষ্ট কোনো গাইডলাইন দেননি। অর্থমন্ত্রী জনপ্রশাসনে সক্ষমতার উন্নয়ন, ই-গভর্নেন্স, ভূমি ব্যবহার আধুনিকায়নসহ অন্যান্য ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। তবে শুধু স্বপ্ন দেখালেই হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সক্ষমতা প্রয়োজন, সেটাও অর্জন করতে হবে।

দাড়ি কাটতে রাজি না হওয়ায় সেনা বরখাস্ত করল মুসলিম সিপাহিকে-দৈনিক আনন্দবাজার

দাড়ি কাটতে রাজি ছিলেন না তিনি। উচ্চতর কর্তৃপক্ষ বার বার নির্দেশ দিচ্ছিল, দাড়ি কেটে ফেলতে হবে। কিন্তু মাকতুমহুসেন কথা শুনছিলেন না। দীর্ঘ টানাপড়েনের পর মাকতুম হুসেনকে চাকরি থেকে বরখাস্ত করল সেনাবাহিনী। তাঁকে ‘অনাকাঙ্খিত সৈনিক’ আখ্যা দেওয়া হয়েছে। মাকতুম হুসেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বলে পত্রিকাটি উল্লেখ করেছে।

উচ্ছেদ অভিযানে গিয়ে অস্ত্রঘাঁটির সন্ধান: মথুরায় সংঘর্ষ, ২ পুলিশকর্তাসহ নিহত২৪-বর্তমান পত্রিকা

উচ্ছেদ অভিযানে গিয়ে উত্তর প্রদেশের মথুরায় নিহত হলেন দুই উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। বৃহস্পতিবারের ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ২৪ জন। নিহতদের মধ্যে রয়েছেন এক পুলিশ সুপার এবং এক স্টেশন হাউজ অফিসার। বাকি ২২ জন একটি গোষ্ঠীর সদস্য। এই ঘটনায় অবিলম্বে উত্তরপ্রদেশ সরকারের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে রাজ্য সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। সমস্যার সূত্রপাত মথুরার ফারা অঞ্চলের জহরবাগে একটি সরকারি পার্কের দখলকে ঘিরে। বিগত ২ বছর ধরে ‘আজাদ ভারত বৈদিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী’ বলে একটি সংগঠন ওই পার্কটি দখল করে রেখেছিল। নিজেদের সুভাষচন্দ্র বসুর অনুগামী বলে দাবি করা ওই সংগঠন কয়েকটি দাবি আদায়ের জন্য ধরনার নাম করে ২৭০ একরের ওই পার্ক দখল করে রেখেছিল। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট অবিলম্বে ওই জমি পুনরুদ্ধারের জন্য নির্দেশ দিয়েছিল প্রশাসনকে। বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয় আদালতের নির্দেশ বাস্তবায়িত করতে গিয়েই। পুলিশের ডিরেক্টর জেনারেল জাভেদ আহমেদ বলেন, ‘জমি উদ্ধারে গেলে বিনা প্ররোচনায় গুলি চালায় বিক্ষোভকারীরা। পাথরও ছোঁড়ে তারা। তাতেই মৃত্যু হয় শহরের পুলিশ সুপার মুকুল দ্বিবেদী এবং ফারার স্টেশন হাউজ অফিসার সন্তোষ যাদবের।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply