সুন্দরবনের আগুন নিভে গেছে- বন বিভাগের দাবি, আটক ১
বাগেরহাট জেলার সুন্দরবনের পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা চতুর্থ দফার আগুন নিভে গেছে বলে দাবি করেছে বন বিভাগ।
সুন্দরবন পূর্বাঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শহীদুল ইসলাম জানান, আগুন নেভানোর কাজ শেষে ফায়ার সার্ভিসের খুলনা, বাগেরহাট ও মোড়েলগঞ্জের তিনটি ইউনিট অগ্নিকাণ্ডের স্থান ছেড়েছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখনো ঘটনাস্থলে আছে।
বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, গভীর সুন্দরবনের ২০টি স্থানে লাগা আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে আগুন নির্বাপণের কাজে নিয়োজিত স্থানীয় টাইগার টিমের সদস্যরা জানান, সুন্দরবনের ভেতর থেকে এখনো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানের চারদিকে ফায়ার লাইন কেটে নালা তৈরি করে আগুন নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
আগুণ লাগার কারণ সম্পর্কে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ কামাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘বনের মধ্যে কিছু দূরে দূরে বিক্ষিপ্তভাবে অগ্নিকাণ্ড পরিকল্পিতভাবে আগুন দেয়ার ইঙ্গিত। সাধারণভাবে এত দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আগুন লাগবে না। এবারও আগুন লাগানো হয়েছে।’
২৭ এপ্রিল অগ্নিকাণ্ড নিয়ে গত এক মাসে সুন্দরবনে চারবার আগুন লাগল। এর আগে গত ২৭ মার্চ, ১৩ ও ১৮ এপ্রিল ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প এলাকায় আগুন লাগে। সে সময় বন বিভাগের পক্ষ থেকে তদন্ত করে স্থানীয় দুর্বৃত্তদের দায়ী করা হয়। ওই ঘটনায় দুটি মামলাও করে বন বিভাগ।
এদিকে, সুন্দরবনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় খলিলুর রহমান হাওলাদার (৩৫) নামের একজনকে আটক করেছে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ। আজ (শনিবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।#
No comments: