Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতীয় ভিসা আবেদন নিয়ে ভোগান্তির অভিযোগ ভারতীয় ভিসার জন্য ই টোকেন সংগ্রহ প্রতিবন্ধকতার অভিযোগে ফেসবুকে ইভেন্ট পেজ খুলে প্রচারণা চলছে।







ভারতীয় ভিসা আবেদন নিয়ে ভোগান্তির অভিযোগ
 ভারতীয় ভিসার জন্য ই টোকেন সংগ্রহ প্রতিবন্ধকতার অভিযোগে ফেসবুকে ইভেন্ট পেজ খুলে প্রচারণা চলছে।

বাংলাদেশ থেকে ভারতে টুরিস্ট ভিসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করে অনলাইনে ব্যতিক্রমী এক ক্যাম্পেইন শুরু করেছেন একদল আগ্রহী পর্যটক।

অনলাইন থেকে ই-টোকেন নিতে গিয়ে যে হয়রানির মুখে পড়তে হয় তার প্রতিবাদ জানাতেই এই ক্যাম্পেইন।

অনেক ব্যবসায়ীরাও এই ক্যাম্পেইনে যোগ দিয়েছেন। তারা সামাজিক মাধ্যমে ইভেন্ট পেজ তেরি করে এই ক্যাম্পেইন যেমন চালাচ্ছেন, পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে গণহারে ইমেইল পাঠাচ্ছেন। সেই ইমেইলের ভাষা ও বক্তব্য একই।

সেখানে বলা হচ্ছে অনলাইনে ভিসা নিতে গিয়ে সাক্ষাতকারের জন্য ই-টোকেন সংগ্রহ করতে পারছেন না তারা।

কিন্তু ভিসা অফিসের আশেপাশে তৃতীয় একটি পক্ষ সেই টোকেন সরবরাহ করছেন টাকার বিনিময়ে। বিনামূল্যে যে টোকেন পাওয়ার কথা তা কিনতে হচ্ছে হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত খরচ করে।

ভারতীয় হাই কমিশনসহ ভারতীয় বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি বিবিসিসহ বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে তারা গণহারে ইমেইল পাঠাচ্ছে।

এই ক্যাম্পেইনের অন্যতম তানভীর রুহেল সিলেটের বাসিন্দা। বিবিসিকে তিনি বলছিলেন,ফেসবুককে ঘিরেই এই গণহারে ইমেইল ক্যাম্পেইন শুরু হয়েছে গত ২৩ তারিখ থেকে। চলবে ৩০শে এপ্রিল পর্যন্ত।

ট্রাভেলার্স বাংলাদেশ নামে একটি ভ্রমণ ভিত্তিক ওয়েবপেজকে ঘিরেই এই প্রচারণা। তাদের সদস্য সংখ্যা একলক্ষ চল্লিশ হাজারের মত বলে জানাচ্ছেন মিস্টার রুহেল । তিনি নিজে ভারতীয় প্রধানমন্ত্রী বরাবরে মেইল পাঠিয়েছেন বলেও দাবি করেন।

তাদের অভিযোগ আগে অনলাইনে ফরম পূরণ করে নিলে ৩/৪ দিনের মধ্যে সাক্ষাতকারের দিন পাওয়া যেত। কিন্তু গত দুবছর ধরে তারা বিভিন্নভাবে চেষ্টা করেও কোনও সাক্ষাতের দিন পাচ্ছেন না। কিন্তু টাকা খরচ করতে পারলেই সাক্ষাতের দিন পাওয়া যায়।

মিস্টার রুহেল বলেন, “আপনি টাকা দিবেন, লাইনে দাঁড়াবেন, সেই লাইনের মধ্যেও দুর্নীতি হয় ।আড়াই হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দিতে হয়।”।

তিনি বলেন, “অনেকেই মজা করে বলেন, ভারতীয় ভিসা পাওয়ার চেয়ে আমেরিকার ভিসা আরও সহজ”।

ব্যক্তিগতভাবে ব্যবসায়িক প্রয়োজনে প্রায়ই ভারতে যেতে হয় তাকে। তার নিজের ট্যুরিজম প্যাকেজ ব্যবসাও ছিল যা ভিসা জটিলতার কারণে চালাতে পারছেন না বলে তিনি জানান।

সিন্ডিকেটের মাধ্যমে তারা এই তৎপরতা চালাচ্ছেন বলে তারা জানাচ্ছেন। এই হয়রানি বন্ধ হলে আরও বেশি পর্যটক ভারতে যেতে পারবেন বলে তিনি মনে করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply