Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মার্কিন গোয়েন্দা বিমানকে আবারো প্রতিহত করল রাশিয়ার সুখোই-২৭





মার্কিন গোয়েন্দা বিমানকে আবারো প্রতিহত করল রাশিয়ার সুখোই-২৭


মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫কে বাল্টিক সাগরের ওপর আবারো প্রতিহত করেছে রাশিয়ার সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান । আমেরিকা দাবি করেছে, গতকাল এ বিমানকে অনিরাপদ এবং অপেশাদারভাব প্রতিহত করা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র কমান্ডার বিল উরবান এক বিবৃতিতে দাবি করেন, একজন পাইলটের অনিরাপদ এবং অপেশদার তৎপরতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় উত্তেজনা উস্কে দিতে পারে।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন দাবি করেছে, গতকাল(শুক্রবার) আরসি-১৩৫এ’এর ৩০ মিটার বা ১০০ ফুট কাছ নিয়ে উড়ে গেছে সুখোই এসইউ-২৭। মার্কিন গোয়েন্দা বিমানের ওপর দিয়ে সুখোই ব্যারেল রোল দিয়েছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। চলতি মাসে বাল্টিক সাগরে এ নিয়ে দ্বিতীয় দফা একই ধরণের ঘটনা ঘটল। প্রতি ক্ষেত্রেই রুশ বিমান আগ্রাসীভাবে উড়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

এদিকে বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিমান পি-৮কে রুশ দূরপ্রাচ্যে প্রতিহত করেছে মিগ-৩১। সোভিয়েত আমলে তৈরি মিগ-৩১ বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক বিমান হিসেবে পরিচিত। এটি পি-৮’এর ৫০ ফুট নিকট দিয়ে উড়ে গেছে। চলতি মাসের ১৩ তারিখে বাল্টিক সাগরে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের ওপর দিয়ে রুশ দু’টি সুখোই এসইউ-২৪ বিমান অন্তত ১২ বার টহল দিয়েছে। রুশ বিমান দু’টি আক্রমণের ভান করেছে এবং এতো নিকট দিয়ে উড়ে গেছে পানিতে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।#






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply