সুমন// গাংনীতো জাতীয় করনের দাবিতে মানববন্ধন করেছে মোহরা সমিতি
। সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের উপজেলা শাখার সভাপতি ইমারত হোসেন,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে চাকুরী জাতীয় করণের দাবি জানিয়ে বলেন,গুরুত্বপূর্ণ কাজ করে থাকে নকল নবিসরা অথচ দেশের সকল নকল নবিসরা ১২ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
Tag: lid news
No comments: