বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়ে--তারানা হালিম,ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়ে গেছে বলে জানান তিনি।
সিম নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সময় বাড়ানোর বিষয়ে ৩০ এপ্রিল সিদ্ধান্ত দেব। কারণ জনমতের প্রতি এই সরকার সব সময় শ্রদ্ধাশীল। জনগণের সমস্যা হচ্ছে কি না তারা কী চায় তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে চাই। তাদের মতামতই আমাদের শিরোধার্য। তবে এটা অনির্দিষ্ট সময়ের জন্য চলবে না, একটি নির্দিষ্ট সময়ের জন্য তা থাকবে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভা কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
‘সার্ভার ডাউন’ হওয়ায় রাজধানীতে কয়েক ঘণ্টার জন্য সিম নিবন্ধনে সমস্যা প্রসঙ্গে তারানা হালিম বলেন, এনআইডি সার্ভারে কোনো ত্রুটি নেই। বায়োমেট্রিক রেজিষ্ট্রেশনে ত্রুটিতে সিম কোম্পানিগুলোর সার্ভারে সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। সিম রি-রেজিস্ট্রেশনে জনগণের ভোগান্তি কমাতে সিম অপারেটদের আরো সচেতন হওয়া উচিত ছিল।
No comments: