আল-জাজিরাকে টিভি চ্যানেলকে নিষিদ্ধ করল ইরাক
সরকারি দিকনির্দেশনা লঙ্ঘন করায় ইরাকে আল-জাজিরা টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করেছে বাগদাদ সরকার। গতকাল (বুধবার) এ বিষয়ে এক চিঠিতে ইরাকের কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া কমিশন বলেছে, সম্প্রচারের আইন ও নিয়ম কানুন লঙ্ঘন করার কারণে আল-জাজিরা টিভি চ্যানেলের সম্প্রচার লাইসেন্স বাতিল করা হয়েছে। এ নিয়ে তিনবার ইরাকে আল-জাজিরা চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হলো।
২০১৪ সালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর ইরাক সরকার এই দিকনির্দেশনা জারি করেছিল। ২০১৪ সালের জুন মাসে ইরাকের বিরাট অংশ দখল করে নেয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। তারপর থেকে ইরাক সরকার সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে নিয়োজিত রয়েছে।
এদিকে, ইরাক সরকারের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে আল-জাজিরা। এক বিবৃতিতে আল-জাজিরা কর্তৃপক্ষ বলেছে, “ইরাক ও ইরাকের জনগণের জন্য খবর প্রচার করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দর্শক রয়েছে আরব ও সারা বিশ্বে।”#
No comments: