Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পাক-চীন যৌথ ভাবে নির্মাণ করছে ২ আসনের নতুন জেএফ-১৭বি যুদ্ধবিমান





পাক-চীন যৌথ ভাবে নির্মাণ করছে ২ আসনের নতুন জেএফ-১৭বি যুদ্ধবিমান

পাকিস্তান এবং চীন যৌথ ভাবে নতুন জেএফ-১৭বি যুদ্ধবিমান তৈরি শুরু করেছে। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই জেএফ-১৭বি কে দেশটির বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে। পাকিস্তান বিমান বাহিনী বা পিএএফ এ কথা জানিয়েছে।

যৌথ অনুষ্ঠানের মাধ্যমে চেয়েনংডু অ্যারোস্পেস কর্পোরেশনে জেএফ-১৭বি যুদ্ধবিমান তৈরি বুধবার উদ্বোধন করেছে পাকিস্তান এবং চীন। চলতি বছরের শেষ নাগাদ প্রথম এটি আকাশে উড়বে বলে পিএএফ জানিয়েছে।

দুই আসনের বিমানটি পিএএফ’এর প্রশিক্ষণ মান এবং অভিযান সক্ষমতা বাড়াবে বলে অনুষ্ঠানে মন্তব্য করেছেন পাক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইকবাল। জেএফ-১৭ নির্মাণে সহযোগিতার জন্য চীনের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

১৯৯৯ সালে চীন ও পাকিস্তান প্রথম যৌথ ভাবে নির্মাণ শুরু করে এক আসনের যুদ্ধ বিমান জেএফ-১৭ থান্ডার । এ বিমান প্রথম আকাশে উড়েছিল ২০০৩ সালে। ২০১৩ সালে এ বিমানের উন্নত সংস্করণ তৈরি করা হয়। পিএএফ’এর পুরান বিমান বহরের স্থলাভিষিক্ত হবে নতুন জেএফ-১৭। এ বিমান আড়াশ’ থেকে তিনশ’ তৈরি করা হবে বলে জানা গেছে।#






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply