সংবাদ সম্মেলনে রোহিত শর্মা ও গৌতম গম্ভীর
রোহিত শর্মা ও কাইরন পোলার্ডের ঝড়ো ইনিংসের সুবাদে কোলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ জয়ের ফলে আইপিএলের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল রোহিত শর্মার দল। ছয় ম্যাচে চার জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর।
বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে গম্ভীরের অর্ধশতকে ৫ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে কোলকাতা নাইট রাইডার্স। জবাবে, ১৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার মুম্বাই।
১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে মুম্বাইয়ের ওপেনার পার্থিব প্যাটেল ১ রান করে যাদবের বলে বিদায় নেন। এরপর আম্বাতি রাইডুকে সাথে নিয়ে ৫৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রোহিত শর্মা। রাইডু ২০ বলে ৩২ রান করে সাকিব আল হাসানের শিকারে পরিণত হন।
এরপর ব্যাটিংয়ে আসেন ক্রুনাল পান্ডে। তবে তিনি মাত্র ৬ রান করে সুনীল নারাইনের বলে বোল্ড হন। তবে, অধিনায়ক রোহিত শর্মা বাটলারকে সাথে নিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন। বাটলার ১৫ রানে বিদায় নিলে ক্রিজে আসেন কাইরন পোলার্ড। এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। মাত্র ১৭ বলে এক ঝড়ো ইনিংস খেলে নিজের অর্ধশতক তুলে নেন কাইরন পোলার্ড। আর সেই সাথে দলের জয়েও নিশ্চিত করেন। তার ইনিংসে ছিল ৬ টি ছয় এবং দুইটি চারের মার। এছাড়া, ওপেনার রোহিত শর্মা করেন ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৬৮ রান। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৮টি চার আর দুটি ছক্কার মার।
কোলকাতার হয়ে ৪ ওভারে ২২ রান খরচায় দুটি উইকেট দখল করেন সুনীল নারাইন। এছাড়া, উমেশ যাদব ও সাকিব আল হাসান একটি করে উইকেট পান।
এর আগে ব্যাটিংয়ে নেমে গৌতম গম্ভীর ও রবীন উথাপ্পা ৬৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। হরভজন সিংয়ের বলে ৩৬ রান করে উথাপ্পা আউট হলে প্রথমবারের মতো তিন নম্বরে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। কিন্তু বেশীক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি তিনি। মাত্র ৪ বলে ৬ রান করেই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ৪৪ রানের পার্টনারশিপ গড়ে বিপর্যয় মোকাবিলা করেন গম্ভীর। কিন্তু ৪৫ বলে ৫৯ রান করে গম্ভীর এবং ১৭ বলে ২১ রান করে যাদব বিদায় নিলে রান রেট থেকে একটু পিছিয়ে পড়ে কেকেআর। তবে, ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ১৬ বলে ২২, ক্রিস লিন ১০ বলে ১০ এবং ইউসুফ পাঠান ৮ বলে চারটি চারের সাহায্যে ১৯ রান করে ১৭৪ রানের ইনিংস গড়ে তোলে কোলকাতা।
মুম্বাইয়ের হয়ে টিম সাউদি দুইটি এবং মিচেল, হরভজন ও পান্ডিয়া একটি করে উইকেট লাভ করেছেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোহিত শর্মা তার প্রতিক্রিয়ায় বলেন, “মুম্বাইয়ের মাটিতে শেষ ম্যাচে জয় পাওয়ায় আমি অনেক খুশি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি যদিও মাঠে বেশ কিছু ক্যাচ আমরা মিস করেছি। এটি নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। আমরা অসাধারণ ব্যাটিং করেছি। বিশেষ করে পোলার্ড, কী চমৎকার ইনিংসই না সে খেলল!”
এদিকে, কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর বলেন, “আমরা কোনো অজুহাত দেব না। আমরা ভালোই বল করেছি। তবে হ্যাঁ, আমরা ১৫-২০ রান কম করে ফেলেছিলাম। আমি মনে করি আমাদের দলের কারো একজনের পোলার্ডের মতন একটি ইনিংস খেলার প্রয়োজন ছিল, যা সম্ভব হয়নি। একটা সময় মনে হয়েছিল আমরা ১৯০ রান করতে পারব, ব্যাটিংয়ে এরকম ভালো একটি শুরুর পর এটি আশা করাই যায়।”
তিনি আরও বলেন, “জয়টি আসলে তাদেরই প্রাপ্য। আমি তাদের কাছ থেকে কিছুই কেড়ে নেব না, তারা অসাধারণ ক্রিকেট খেলেছে।”
খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।#
No comments: