মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ’র জন্য ৩৮০০ কোটি ডলার অনুমোদন করেছেন। ২০২০ সাল পর্যন্ত তৎপরতা চালানোর খাতে এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। মার্কিন জবাবদিহিতা দফতর বা জিএও’র প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।
অবশ্য জিএও’র ১৭ ফেব্রুয়ারির প্রতিবেদনে বর্তমানে বিরাজমান ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় এমডিএ তৎপরতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এতে বলা হয়েছিল, বর্তমানে এমডিএ’র তৎপরতা কতোটা কার্যকর তা যাচাই করা সম্ভব নয়।
গত আট বছরে শুধুমাত্র একবারই লক্ষবস্তুতে আঘাত হানতে ছুটে আসা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরীক্ষায় সফল হয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা বিএমডিএস। এ ব্যবস্থা তৈরি করেছে এমডিএ। বিএমডিএস উন্নয়ন এবং মোতায়েন খাতে বিএমডি’কে ২০০২ সাল পর্যন্ত ১২ কোটি ৩০ লাখ ডলার দেয়া হয়েছিল।#
No comments: