প্রধানমন্ত্রীকে বিব্রত করতেই গুপ্তহত্যাসহ বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে: নাসিম
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করার জন্যই ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। গুপ্তহত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেছেন।
আজ (শুক্রবার) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠক পূর্ব সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। পরে ১৪ দলের বৈঠকে দেশব্যাপী হত্যা-খুনের প্রতিবাদে ৮ মে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ১৮ মে রাজশাহী মহানগর ১৪-দলীয় জোটের উদ্যোগে সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি যখন স্থিতিশীল হচ্ছে। বাংলাদেশ যখন জাতীয়-আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল চক্রান্ত শুরু করেছে। ধারাবাহিকভাবে একই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। যার উদ্দেশ্য একটাই-শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করা। এই সরকারকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চাপে ফেলা।
নাসিম বলেন, যারা নৈরাজ্য করতে ব্যর্থ হয়েছে, তারাই গুপ্ত হত্যার মাধ্যমে একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করতে চায়। জাতীয়-আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করেও এ বিচার বন্ধ করা যায়নি। এই বিচার হচ্ছে, হবে। অতীতে যেমন ১৪ দল সকল চক্রান্ত মোকাবিলা করেছে। আজকেও বিএনপি-জামায়াত জোটের যেকোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়েই মোকাবিলা করবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। আমাদের নির্বাচিত সরকারকে সহযোগিতা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই এ ধরনের ঘটনা মোকাবিলা করতে হবে।
এদিকে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'সরকার সারা দেশে মানুষের জানমালের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। কিন্তু দেশে কিছু ছিটেফোটা গুপ্তহত্যা ও অতর্কিতে হামলার ঘটনা চলছে। সরকার এরই মধ্যে ব্লগার, লেখক ও প্রকাশক হত্যা এবং কলাবাগানের হত্যা, রাজশাহীর হত্যাসহ সব হত্যাকাণ্ডের তদন্ত করছে। বেশির ভাগ মামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সুতরাং যারা বলছেন, সরকার জঙ্গি এবং গুপ্তহত্যাকারীদের ব্যাপারে উদাসীন, তা সত্যি নয়। জঙ্গিদের সঙ্গে নিজেদের সম্পর্ক আড়াল করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।'
আজ(শুক্রবার) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ২১ আগস্টে শেখ হাসিনার হত্যাচেষ্টাকারী খুনি ও জঙ্গিদের পক্ষে যারা ওকালতি করে, এদের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতারা এবং তাদের রাজনৈতিক বন্ধুরা গুপ্তহত্যার অপরাজনীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনার সরকার বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বাতিল করে আইনের শাসন বাস্তবায়নের জন্য সব অপরাধীকে বিচারের আওতায় আনছে।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী জঙ্গিদের সঙ্গে সম্পর্কছেদ না করা পর্যন্ত গুপ্তহত্যার সঙ্গে তাদের সম্পর্ক সন্দেহের চোখে দেখা হবে।#
No comments: