‘যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে তারাই গুপ্ত হত্যায় মদদ দিচ্ছে ’
আজ (বুধবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় শেখ হাসিনা এ দাবি করেন।
অজুহাত তুলে তুলে এ ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এদের পেছনে কারা আছে এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব স্বাভাবিকভাবে যারা একসময় চেষ্টা করেছে প্রকাশ্যে আন্দোলনের নামে ডাক দিয়ে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, লঞ্চে আগুন, প্রাইভেটকারে আগুন, সিএনজিতে আগুন। বিভিন্নভাবে আগুন দিয়ে পুড়িয়ে যখন তারা দেখল যে না সরকার উৎখাতও করা যায় না। কিছুই যায় না, তাদেরই মদদ আছে এই গুপ্তহত্যায়।’
শেখ হাসিনা বলেন, ‘তারা প্রকাশ্য আন্দোলনের নামে শত শত মানুষ মেরে যখন কিছু করতে পারেনি, এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে, যেটা খুব স্পষ্ট বোঝা যায় যে, এর পেছনে কারা এই ঘটনা ঘটাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, তারা সুপরিকল্পিতভাবে গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থেকে সবাইকে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।#
No comments: