Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সোনিয়া-মনমোহনের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি সুপ্রিম কোর্টে





সোনিয়া-মনমোহনের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি সুপ্রিম কোর্টে

    মনমোহন সিং ও সোনিয়া গান্ধী

ভারতে ভিভিআইপিদের জন্য হেলিকপ্টার কেনায় দুর্নীতির অভিযোগে এবার কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীসহ অন্যদের বিরুদ্ধে এফআইআর করার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। আইনজীবী এম এল শর্মার দায়ের করা জনস্বার্থের আবেদনটি গ্রহণ করে আজ (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টে দায়ের করা ওই আবেদনে ইতালির আদালতের রায়ে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এফআইআর করে তদন্তের দাবি করা হয়েছে। আইনজীবী এম এল শর্মা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, সেজন্য এ নিয়ে দ্রুত শুনানি হওয়ার প্রয়োজন রয়েছে।

প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি ইউ ইউ ললিতের সমন্বিত ডিভিশন বেঞ্চ ওই আবেদনটি তালিকভুক্ত করার নির্দেশ দেয়। একটি সূত্রে প্রকাশ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আহমেদ প্যাটেলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের আমলে ভিভিআইপিদের জন্য ইতালির ফিনমেকানিকা গোষ্ঠীর অগাস্টাস ওয়েস্টল্যান্ড সংস্থা থেকে ১২টি হেলিকপ্টারের বরাত পেতে ঘুষ দেয়ার অপরাধে সংস্থার দুই কর্মকর্তার শাস্তি ঘোষণা করেছে মিলানের আদালত। আদালতের নথিতে বলা হয়েছে, ওই চুক্তির পেছনে ৪ জন রয়েছেন, এদের একজন ম্যাডাম গান্ধী ও অন্যজন এপি। মনে করা হচ্ছে এই এপি হলেন সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল।

বিজেপি’র দাবি, হেলিকপ্টার সরবরাহের বরাত পেতে ইতালির সংস্থার কাছ থেকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে মনমোহন সিং, আহমেদ প্যাটেল এমনকি দলের অন্য শীর্ষ নেতারা ঘুষ নিয়েছেন। যদিও কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির দাবিকে নাকচ করে দেয়া হয়েছে।

কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী বলেছেন, ‘অগাস্টাস ওয়েস্টল্যান্ড ইস্যুতে আমার লুকানোর কিছু নেই। সব অভিযোগই মিথ্যা। তাই আমি মোটেই ভয় পাই না।‘

বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস সভানেত্রী বলেন, ‘আমার নামে অভিযোগ করা হচ্ছে। কিন্তু প্রমাণ কোথায়? এসব কেবল আমার চরিত্রহননের চেষ্টা ছাড়া আর কিছু নয়।’#






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply