নেপালে ভুমিকম্পে ভেঙে পড়া বাড়ির পাঁচ শতাংশও পুনর্নিমিত হয়নি
২০১৫ সালের ২৫ শে এপ্রিল রিখটার স্কেলে ৭.৮ ক্ষমতার প্রবল ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল
ভুমিকম্পের পর এক বছর ধরে প্রায় ১০ লক্ষ শিশু স্কুলেই যেতে পারছে না। আজও ৩৭ লক্ষ মানুষ মাথার ওপর পাকা ছাদ না পেয়ে তাঁবুতে বাস করতে বাধ্য হচ্ছেন। ভেঙে পড়া পাঁচ শতাংশ বাড়িও পুনর্নিমিত হয়নি। এ কাজের জন্য দরকার ৬.৬ বিলিয়ন ডলার। সাহায্যের প্রতিশ্রুতি এসেছে ৪.১ বিলিয়ন ডলারের। অথচ, এ পর্যন্ত মাত্র ৬৪১টি পরিবার বাড়ি তৈরির জন্য অর্থ সাহায্য পেয়েছে। এই বিপর্যস্ত দেশের উঠে দাঁড়াতে এখনও অনেক দেরি। স্বভাবতই এই ঢিমে তালের কাজকর্ম দেখে মানুষের মনে ব্যাপক ক্ষোভ জমছে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।
No comments: