অবৈধভাবে ঢোকার দায়ে আফগান গোয়েন্দাকে আটক করল পাকিস্তান
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে অবৈধভাবে ঢোকার দায়ে আফগানিস্তানের সেনা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বেলুচিস্তানের চামান সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢোকার পর রোজি খান নামের এ কর্মকর্তাকে আটক করা হয়।
আফগান সেনা গোয়েন্দা ইউনিটের সেকেন্ড লেফটেনেন্ট পদমর্যাদার এ কর্মকর্তাকে আটক করেছ পাকিস্তানের ফেডারেল ইন্টেলিজেন্স এজেন্সি বা এফআইএ’র কর্মকর্তারা। ভ্রমণের বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রমের দায়ে লেফটেনেন্ট রোজি খানকে আটক করা হয়। রোজি খানকে পাক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তুলে দেয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।
চলতি মাসের গোড়ার দিকে একই সীমান্ত থেকে আফগান ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির বা এনডিএস’এর এক গোয়েন্দাকে আটক করেছিল পাকিস্তানের ফ্রন্টিয়ার কোর বা এফসি। ভারতীয় কথিত গোয়েন্দা কুলভূষণকে যাদবকে আটকের পরই তাকে আটক করা হয়।#
No comments: