মোদি-মমতা অহংকারী শক্তি, এরা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক: সোনিয়া
ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী।
মঙ্গলবার ক্যানিংয়ের সোনিয়া জনসভায় বলেন, ‘মোদি-মমতার আঁতাত বাংলাকে ধোঁকা দিয়েছে। দুজনেই অহংকারী শক্তি, এরা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।’ তিনি বলেন, ‘তৃণমূল ক্ষমতায় আসার পরে রং বদলেছে। চার দিকে শুধু ব্যাপক দুর্নীতি। নতুন সেতুও ভেঙে পড়ছে এটা কি উন্নয়ন?’
শ্রীরামপুরের জনসভায় তৃণমূল প্রতিশ্রুতি পালন করেনি বলে অভিযোগ করে সোনিয়া গান্ধী বলেন, নির্বাচন এলে তৃণমূল বড় বড় প্রতিশ্রুতি দেয়। যদিও নির্বাচনের পরে সেসব প্রতিশ্রুতির কথা ভুলে যায় তারা। তৃণমূল এবং বিজেপিকে একই মুদ্রার এপিঠ ওপিঠ বলে মন্তব্য করেন সোনিয়া।
তিনি বলেন, ‘পরস্পরের মধ্যে আঁতাতের জন্য প্রধানমন্ত্রী মোদির সরকার চিটফান্ড কেলেঙ্কারির বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। রাজ্যে জুট মিল বন্ধ হয়ে গেলেও রাজ্য সরকার চোখ বন্ধ করে রয়েছে।’
তিনি তৃণমূল- বিজেপির জালে ফাঁসবেন না বলে উপস্থিত জনতার উদ্দেশ্যে আহ্বান জানান। রাজ্যে বাম-কংগ্রেস জোট প্রার্থীদের ভোট দিতে আবেদন করাসহ জোটের পক্ষে জোরাল সাফাই দেন সোনিয়া গান্ধী।
গত শনিবার কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট তথা সোনিয়া পুত্র রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে নির্বাচনি সভা করতে এসে কোলকাতার ‘উড়ালপুলের মতো মমতা সরকার ভেঙে পড়বে’ বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ‘কলকাতায় উড়াল পুল ভেঙে পড়েছিল। মমতাদেবীর দলের ঠিকাদার ওই উড়ালপুল তৈরি করছিল। খারাপ সিমেন্ট, স্টিল ব্যবহার করার জন্যই উড়ালপুল ভেঙেছে। উড়াল পুলের মতোই ভেঙে পড়বে মমতার সরকার।’ এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন।#
No comments: