হাসপাতালে হামলার অভিযোগ নাকচ করল রুশ-সিরিয়া
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি হাসপাতালে বিমান হামলার অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া ও দামেস্ক সরকার। অজ্ঞাত পরিচয় সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোর সুক্কারি এলাকার একটি হাসপাতালে সিরিয় বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
ওই সূত্র বলেছে, “বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসীদের অপরাধ ধামাচাপা দিতেই সিরিয়ার বিমান বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে।” ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোয় সন্ত্রাসী নিয়ন্ত্রিত এলাকার আল-কুদস হাসপাতালে বৃহস্পতিবার সকালের দিকে বিমান হামলা হয়েছে এবং এতে অন্তত ৩০ জন নিহত হয়।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স হাসপাতালটি পরিচালনা করত। নিহতদের মধ্যে তিনটি শিশু ও হাসপাতালের ছয়জন স্টাফ রয়েছে।
সিরিয়ার কথিত বিরোধী প্রধান আলোচক মুহাম্মাদ আলুশ হামলার জন্য বাশার আসাদের সরকারকে দায়ী করেছেন। তিনি বলেন, সর্বশেষ এ হামলার মধ্যদিয়ে পরিষ্কার হলো যে, সিরিয়ায় এখনো রাজনৈতিক উপায়ে চলমান সংকট নিরনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় নি।#
No comments: