ব্রাসেলসে জঙ্গি হামলার দায় স্বীকার ISIS-এর, খুশিতে সিরিয়ায় মিষ্টি বিতরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩৫
ব্রাসেলসে জঙ্গি হামলার দায় স্বীকার ISIS-এর, খুশিতে সিরিয়ায় মিষ্টি বিতরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩৫
ব্রাসেলসে জঙ্গি হামলার দায় স্বীকার করল ISIS জঙ্গি গোষ্ঠী। ভয়াবহ এই জঙ্গী হানায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫-এ দাঁড়িয়েছে। জঙ্গি হানায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে খুঁজতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিন ব্যক্তি এয়ারপোর্টের টার্মিনাল দিয়ে যাচ্ছে (ছবিতে)। এই ব্যক্তিরাই আত্মঘাতী জঙ্গী বলে সন্দেহ। বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ হয়। এমনই বিস্ফোরণ স্থল থেকে ISIS-পতাকা পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। এদিকে, এক সংবাদমাধ্যমের ছবিতে প্রকাশ ব্রাসেলসে জঙ্গি হানার জন্য সিরিয়ায় মিষ্টি বিতরণ করে উত্সব পালন করছে আইসিস। সোশ্যাল মিডিয়াতেও নিজেদের 'সাফল্যের'কথা জাহির করে ভবিষ্যতে আরও হামলার কথা বলছে আইসিস।সুত্রঃ ২৪ ঘন্টা কলকাতা
No comments: