মেহেরপুর সীমান্ত থেকে আরমিন্ট নামে ৫০ হাজার পিস ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে আরমিন্ট নামে ৫০ হাজার পিস ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা হবে।
রবিবার ভোরে বুড়িপোতা বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বুড়িপোতা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ১১৬ নং আন্তজার্তিক সীমানা পিলারের (মেইন পিলার) নিকট অভিযান চালায়। সেখানে থেকে পরিত্যক্ত অবস্থায় আরিমন্ট নামে ভারতীয় গরু মোটাতাজাকরণ ৫০ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ট্যাবেেলটর বাজার মুল্য ৫ লাখ টাকা হবে বলে তিনি
* জন্ম নিয়ন্ত্রণে নিম: নিম তেলা একটি শক্তিশালী শ্রক্রানুনাশক হিসেবে কাজ করে। ভারতীয় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে, নিম তেল মহিলাদের জন্য নতুন ধরনের কার্যকরী গর্ভনিরোধক হতে পারে। এটি ৩০ সেকেন্ডের মধ্যেই শুক্রানু মেরে ফেলতে সক্ষম।
No comments: