Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের ছয় যুবলীগ কর্মীর দুপুর ২টা ৩০মিনিটে জানাজা ।। আহত দুইজন মৃত্যশয্যায়




দুইজন মৃত্যশয্যায়

 মেহেরপুরে সড়ক দুর্ঘটনায়   নিহতের   ছয়  যুবলীগ কর্মীর    দুপুর ২টা ৩০মিনিটে  জানাজা ।।দুইজন মৃত্যশয্যায়
 মেহেরপুরে সড়ক দুর্ঘটনায়   নিহতের   ছয়  যুবলীগ কর্মীদের নিজ গ্রামে    মুজিবনগরে উপজেলার বাগোয়ান স্কুল ময়দানে  দুপুর ২টা ৩০মিনিটে জানাজা অনুষ্ঠিত হবে।মুজিবনগর সড়কে চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে পৌছালে বিপরীতমুখী পাবনার একটি পিকনিক বাসের (কৌশিক পরিবহন) সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নসিমন গাড়িতে থাকা যাত্রিদের মধ্যে বাগোয়ান গ্রামের  নসিমন চালক কটাশেখের ছেলে টুকু ঘটনাস্থলেই মারা যায়। মিলু খার ছেলে  তুফান খা, ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম ও  হাবেল উদ্দীনের ছেলে আনিস হোসেন হাসপাতালে নেয়ার পর মারা যায়।  মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আজ বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে নাটোরে সোহরাব ও রাজশাহীর পুঠিয়া নামক স্থানে মিঠুনের মৃত্যু হয়। রাত দশটার দিকে নাটোর পৌছালে আহত সোহরাবের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। সেখানে এহসান নামের একটি হাসপাতালে সোহরাবকে নেওয়া হলে তাকে মৃত্য ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে তাহের ক্লিনিকের অ্যাম্বুলেন্সযো মিঠুনকে রাজশাহী নেওয়া হচ্ছিল। রাজশাহীর পুঠিয়া নামক স্খানে পৌছালে রাত পৌনে এগারটার দিকে মিঠুনের মৃত্যু হয়।মুজিবনগর সড়কে চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে পৌছালে বিপরীতমুখী পাবনার একটি পিকনিক বাসের (কৌশিক পরিবহন) সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।মুজিবনগর সড়কে চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে পৌছালে বিপরীতমুখী পাবনার একটি পিকনিক বাসের (কৌশিক পরিবহন) সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নসিমন গাড়িতে থাকা যাত্রিদের মধ্যে বাগোয়ান গ্রামের  নসিমন চালক কটাশেখের ছেলে টুকু ঘটনাস্থলেই মারা যায়। মিলু খার ছেলে  তুফান খা, ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম ও  হাবেল উদ্দীনের ছেলে আনিস হোসেন হাসপাতালে নেয়ার পর মারা যায়।
মেহেরপুরের মুজিবনগরে বৃহস্পতিবার সন্ধ্যের পর সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর তিনজন নিহত হয়েছে। নিহত তিনজন ও আহতরা সকলেই  যুবলীগ কর্মি। মারাত্মক আহত ১০ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার   সন্ধায় জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান থেকে আগত মেহেরপুর জেলা শহরে আনন্দ মিছিল শেষে স্যালা ইঞ্জিন চালিত নসিমনযোগে বাড়ি ফিরছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply