আইসিসি’র নিষেধাজ্ঞা বহাল, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না তাসকিন
: বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিচারিক কমিশনারের পুনর্বিবেচনার শুনানি শেষে আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
আইসিসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাসকিন এখন থেকে যেকোনো সময় নিজের বোলিং অ্যাকশন শুধরে আইসিসির কাছে আবারও আবেদন জানাতে পারবেন। সে ক্ষেত্রে আইসিসি অনুমোদিত যেকোনো পরীক্ষাগারে নতুন পরীক্ষায় তাসকিন নিজের বোলিং অ্যাকশনের বিশুদ্ধতা প্রমাণ করতে পারলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির আইনজীবীদের মাধ্যমে নিজের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিলেন তাসকিন আহমেদ। গতকাল বিকেলে বেঙ্গালুরুর রিটজ-কার্লটন হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আবেদনের (রিভিউ) শুনানিও হয়। তবে শুনানি শেষে তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখারই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি নিযুক্ত বিচারিক কমিশন।
গত ৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তাসকিন। ১৫ মার্চ চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। পরীক্ষার ফলের ভিত্তিতে ১৯ মার্চ আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অধিকার হারান তাসকিন।
গত সোমবার বিসিবি পক্ষ থেকে তাসকিনের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানানো হয়।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী- বল ডেলিভারির সময় কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যায় না। কিন্তু তাসকিন ও সানি দুজনের কনুই-ই নাকি সেই সীমা অতিক্রম করে গেছে। আইসিসি জানায়, আরাফাত সানির বেশির ভাগ ডেলিভারির সময়ই কনুই বেঁকে গেছে ১৫ ডিগ্রির বেশি। আর তাসকিনের কিছু ডেলিভারি বৈধ হলেও কিছু ক্ষেত্রে তাঁর কনুইও ১৫ ডিগ্রির বেশি বেঁকে গেছে। এখন বোলিং অ্যাকশন শুধরে না নেয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেই থাকতে হবে তাসকিনকে। একই নিষেধাজ্ঞা বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির ব্যাপারেও। তাদের বিকল্প হিসেবে এরইমধ্যে শুভাগত হোম ও সাকলাইন সজীব বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন।#
২৩ মার্চ (রেডিও তেহরান)
No comments: