Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » তিন মোড়ল দলের কোনও ক্রিকেট খেলোয়াড় প্রশ্নবিদ্ধ হয়নি’




তিন মোড়ল দলের কোনও ক্রিকেট খেলোয়াড় প্রশ্নবিদ্ধ হয়নি’
 তাসকিন আহমেদ ও আরাফাত সানি না থাকায় এর একটা প্রভাব দলে পড়বে বলে মনে করেন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।

বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে বাংলাদেশের দুজন বোলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানির ওপর আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি।

আইসিসি বলছে, চেন্নাইতে পরীক্ষার পর দেখা গেছে, দু'জনের কারোরই বোলিং অ্যাকশন বৈধ নয়।

এর ফলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আর সুযোগ নেই এই দুজন বাংলাদেশী বোলারের।

টুর্নামেন্টের মাঝপথে দলের দু’জন খেলোয়াড়ের ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশ দলের ওপর কী প্রভাব ফেলবে?

আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী মনে করেন “তাসকিন, সানি না থাকায় এর একটা প্রভাবতো বাংলাদেশ দলের ওপর পড়বেই”।

শামী আশরাফ চৌধুরী বিবিসিকে বলেন, “তাসকিন বিশেষ করে যেভাবে বোলিং অ্যাটাক শুরু করছিল-খেলার শুরুতে যেভাবে বল করতে হয়, প্রথমেই ব্যাটসম্যানদের যে ধরনের চাপ প্রয়োগ করতে হয় এবং প্রথম পাওয়ার প্লে ওভারগুলোতে যেভাবে নিয়ন্ত্রিত বোলিং করতে হয় সেদিক থেকে খুব ভালো বোলিং করছিল। একধরনের রিদমের মধ্যে ছিল তাসকিন। সেদিক থেকে বাংলাদেশ দলকে বিপাকেই ফেলবে”।

“অন্যদিকে আরাফাত সানিও কিন্তু যে যে উইকেট স্পিন ফ্রেন্ডলি সেখানে বাড়তি বাঁক আদায় করতে সক্ষম। দু’জন দক্ষ খেলোয়াড়কে বাংলাদেশ হারাতে যাচ্ছে অবশ্যই এটা প্রভাব ফেলবে”-বলেন মি: চৌধুরী।
 আইসিসি'র ওয়েবসাইটে তাসকিন ও সানি'র ওপর নিষেধাজ্ঞার খবর।

এখন দলকে পুনর্গঠিত করার জন্য বাংলাদেশ কী করতে পারে?

শামীম আশরাফ চৌধুরী বলেন “বোলারদের নিয়ে প্রশ্ন এটাইতো প্রথম নয়। এর আগেও বাংলাদেশের তিনজন বোলার সোহাগ গাজী, আল আমিন হোসেন , আব্দুর রাজ্জাক তাদের বোলিং অ্যাকশান নিয়েও আইসিসি প্রশ্ন তুলেছিল। এরপর তারা আবার পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক খেলায় ফিরে এসেছে। তাসকিন, সানিরও এই সুযোগ রয়েছে। তারা ডমেস্টিক খেলতে পারবে কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দূর করতে এখন বোর্ডের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ত্রুটিগুলো শুধরে আর্ন্তজাতিক টুর্নামেন্টে ফিরিয়ে আনার জন্য দ্রুত কাজ করা”।

এর আগে তিনজন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, এখন আবার দুজনের ওপর নিষেধাজ্ঞা-বাংলাদেশের বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে বারবার প্রশ্ন উঠছে কেন?

এ প্রসঙ্গে মি: চৌধুরী বলেন, “অনেকে মনে করছেন বাংলাদেশকে টার্গেট করা হচ্ছে কিনা। কিন্তু আমি সেটা সম্পূর্ণ বিশ্বাস করছিনা। আমার মনে হচ্ছে অন্য কিছু। সুনীল নারায়ণের মতো বোলার, সাঈদ আজমল, মুত্তিয়া মুরালিধরণ, মো: হাফিজ এদের বোলিং অ্যাকশন নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল”।

“লক্ষ্য করবেন তিন মোড়ল যারা আইসিসি নিয়ন্ত্রণ করছে-অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড-তাদের কোনও দল থেকে কোনও খেলোয়াড়ের ওপর কিন্তু কোনও কিছুই প্রশ্নবিদ্ধ হয়নি। সুতরাং শুধু যে বাংলাদেশের ওপর প্রশ্ন উঠছে তা নয়। হয়তো এর থেকেও বড় কিছু। বাংলাদেশও এর আওতায় পড়ে যাচ্ছে”।

“তবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ডমেস্টিকে খেলার সময় কোনও খেলোয়াড়ের খেলা নিয়ে একটুও যদি সন্দেহ আসে তাহলে সেটাই রেকটিফাই করে দেখতে হবে এ ধরনের পরিস্থিতি এড়াতে। আমরা আইসিসিকে আর সুযোগ দিতে চাইনা। এ ধরনের পরিস্থিতি আমাদের অন্য কোনও বোলার ফেইস করুক এটা চাইনা”-বলেন শামীম আশরাফ চৌধুরী।

তাসকিন আহমেদ ও আরাফাত সানির পরিবর্তে বাংলাদেশ দলে জায়গা পাওয়া শুভাগত হোম ও সাকলাইন সজীবও খেলায় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন শামীম আশরাফ চৌধুরী।

কিন্তু এ দু’জনের যে আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা কম সেটাও উল্লেখ করে মি: চৌধুরী বলেন “বিপিএলে ভালো খেলেছিল শুভাগত হোম। আর সাকলাইন সজীব লম্বা বোলার, হাইট থেকে বল করতে পারে। ভারতের মাঠে আলাদা বাউন্স আছে সেটা কাজে লাগাতে পারে যেটা আরাফাত সানি হয়তো করতে পারতোনা"।

"কেউ জানেনা-এটা হয়তো ‘শাপে বর’ও হতে পারে”-বলেন মি: চৌধুরী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply