Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সোমালিয়ার সামরিক ঘাঁটিতে আশ-শাবাবের হামলা: ৭৩ সেনা নিহত





 সোমালিয়ার সামরিক ঘাঁটিতে আশ-শাবাবের হামলা: ৭৩ সেনা নিহত
 

আশ-শাবাব গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা (ফাইল ফটো) আশ-শাবাব গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কাছে একটি সামরিক ঘাঁটিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাবের হামলায় অন্তত ৭৩ সেনা নিহত হয়েছে। সোমবার মোগাদিশুর ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লান্তা-বুরো সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে রেডিও’র খবর ও অনলাইন বার্তায় জানিয়েছে আশ-শাবাব গোষ্ঠী।



সন্ত্রাসী হামলার সময় তারা ঘাঁটি থেকে বেশ কিছু পিক-আপ, গোলা-বারুদ ও নানা ধরনের অস্ত্র নিয়ে গেছে। হামলার কথা স্বীকার করেছেন সেনা কর্মকর্তা আব্দুল্লাহি ইব্রাহিম তবে তিনি হতাহতদের সংখ্যা নিয়ে কিছু বলেন নি।



এদিকে, শীর্ষ পর্যায়ের আরেক সেনা কর্মকর্তা আহমেদ আবসুজে আবদুল্লে সেনা ঘাঁটি ধ্বংসের কথা অস্বীকার করেছেন। তিনি উল্টো দাবি করেছেন, সরকারি সেনারা আশ-শাবাব সন্ত্রাসীদের হামলা রুখে দিয়েছে এবং সরকারি সেনাদের হামলায় অজ্ঞাত সংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে।



এর আগে কেনিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের সেনারা বলেছে, শনি ও রোববার তাদের হামলায় আশ-শাবাবের অন্তত ৩৪ সন্ত্রাসী নিহত হয়েছে। ২০০৬ সাল থেকে সোমালিয়ায় সন্ত্রাসী এ গোষ্ঠীর সঙ্গে সরকারি সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে।#২২ মার্চ (রেডিও তেহরান):






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply