মেহেরপুরে বাস-নছিমন দুর্ঘটনায় সোহরাব হোসেন (৩৫) ও মিঠুন মিয়া (৩০) নামের নামের আরো দুই যুবলীগ কর্মী নিহত হয়েছেন। মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আজ বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে নাটোরে সোহরাব ও রাজশাহীর পুঠিয়া নামক স্থানে মিঠুনের মৃত্যু হয়। রাত দশটার দিকে নাটোর পৌছালে আহত সোহরাবের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। সেখানে এহসান নামের একটি হাসপাতালে সোহরাবকে নেওয়া হলে তাকে মৃত্য ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে তাহের ক্লিনিকের অ্যাম্বুলেন্সযো মিঠুনকে রাজশাহী নেওয়া হচ্ছিল। রাজশাহীর পুঠিয়া নামক স্খানে পৌছালে রাত পৌনে এগারটার দিকে মিঠুনের মৃত্যু হয় বলে জানান অ্যাম্বুলেন্স চালক। নিহত দুজনের মরদেহ মেহেরপুর ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানায় তার পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহর থেকে নছিমনযোগে ফেরার পথে চকশ্যামনগর নামক স্থানে পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নছিমন যাত্রী চার যুবলীগ কর্মী নিহত ও ১৫ জন আহত হয়। দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখন ছয়। জেলা যুবলীগ নেতৃবৃন্দ জানান, আহতদের মধ্যে ৫জনকে রাজশাহী ও ২জনকে ঢাকা মেডিকেলে রেফার করারা পর তারা আহতদের নিয়ে রওনা দেন।
No comments: