মুস্তাফিজের ডেলিভারি ঈশ্বর প্রদত্ত'--পেসার আশিষ নেহরাও
মুস্তাফিজের ডেলিভারি ঈশ্বর প্রদত্ত'--পেসার আশিষ নেহরাও
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের পর থেকেই চোটের কারণে দলের বাইরে বাংলাদেশের বাঁ হাতি পেস বোলার মুস্তাফিজুর রহমান। তাসকিন, আরাফাত সানি নিষিদ্ধ হওয়ায় বাধ্য হয়েই মুস্তাফিজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামাতে হয়েছিল। সেই মুস্তাফিজই চেনা ছন্দে হাজির।
মিডল এন্ড লেগ স্ট্যাম্পে পিচিং ফুল পেস ডেলিভারিতে স্টিভেন স্মিথ ফ্লিক করতে চেয়ে হতভম্ব, স্ট্যাম্প উপড়ে যাওয়ার দৃশ্য দেখে অজি অধিনায়কের মাথায় হাত। মিশেল মার্শ তো কাটার বুঝতে না পেরে পয়েন্টে দিয়ে এলেন ক্যাচ! ২৪টি ডেলিভারির মধ্যে ১২টিই ডট! বেঙ্গালুরুতে মুস্তাফিজকে এতোটাই সমীহ করে খেলেছে অস্ট্রেলিয়া। শ্লোয়ার কাটার সবই পারেন মুস্তাফিজ। এমন এক তরুণ বোলারকে ঈশ্বর প্রদত্ত বোলার মনে করছেন ভারতের সাবে বোলার আশিষ নেহরা।
তিনি বলেন, 'তাসকিনকে হারিয়েছে বাংলাদেশ। কোনও সন্দেহ নেই ওদের জন্য গুরুত্বপূর্ণ বোলার ছিল সে। পাঁজরের ব্যথার কারণে মুস্তাফিজ কয়েক ম্যাচ খেলেনি। ও ফিরে এসেই দারুণ বল করেছে। আমি মনে করি, সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজ দারুণ বোলার। বিশেষ করে ওর দেওয়া শ্লোয়ার ডেলিভারিগুলো ভয়ংকর। ঈশ্বর প্রদত্ত তার এই ডেলিভারিগুলো। অ্যাকশনও দারুণ। তার মধ্যে দারুন সম্ভাবনা দেখছি।'
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদ এক কোটি ৪০ লাখ টাকায় কিনে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। একই দলে খেলবেন ভারতের অভিজ্ঞ পেসার আশিষ নেহরাও।
আশিষ নেহরা বলেন, 'ভাগ্য ভাল আইপিএল-এ আমরা এক দলে খেলব। এটা আমাকে অনেক সাহায্য করবে। ওর বোলিং অ্যাকশন ব্যতিক্রমী। ক্রিকেটের বড় সম্পদ। সত্যি ওয়ান ডে ও টি২০ ফরম্যাটে মুস্তাফিজ দারুণ একজন বোলার
No comments: