পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের আনন্দে গুলি, আলীগড়ের ছাত্র আহত
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকালের খেলায় ভারতের জয়লাভের পর আনন্দ উৎসবকে কেন্দ্র করে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সুলেমান হলে আচমকা মাথায় গুলিবিদ্ধ হওয়া কলীম আহমদ নামে ওই ছাত্রের
গুরুতর আহত ওই ছাত্রকে প্রথমে দ্রুত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার গভীর রাতে দিল্লির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গুলির কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ মহসিন খান বলেন, পাকিস্তানের বিপক্ষে ভারত ম্যাচ জেতায় গুলি ছুঁড়ে আনন্দ প্রকাশ করার সময় এই ঘটনা ঘটেছে। যদিও গুলি কে চালিয়েছে তা জানা যায়নি। আহত ছাত্রকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে পাঠানো হয়েছে।
কোলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে ফিরেছে ভারত। নিউজিল্যান্ডের কাছে বিশ্ব আসরের প্রথম ম্যাচে হারলেও বিরাট কোহলির দারুণ ব্যাটিংয়ে ভর করে ১৩ বল হাতে রেখেই নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতল মহেন্দ্র সিং ধোনির দল।#২০ মার্চ (রেডিও তেহরান):
No comments: