-
অবশেষে দেশের প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বহু প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তারা মার্চ মাসের বেতনই নতুন স্কেল অনুযায়ী পাবেন।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন এ কথা বলেছেন।
নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে গত ১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২০ ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি কর হয়েছে।
এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি, যত দ্রুত সম্ভব এমপিও কার্যকর করা হোক।
শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, আমাদের সম্পদ বাড়েনি, কিন্তু নতুন পে-স্কেল অনুযায়ী শিক্ষকদের বেতন দ্বিগুণ করা হয়েছে। আমি শিক্ষকদের পক্ষে, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের স্বার্থের পক্ষে।
শিক্ষকদের বেতন নিয়ে কার্পণ্য করা, মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনও কাজ করা একদমই উচিত নয় বলে মনে করেন শিক্ষাবিদরা।
তারা বলেন, শিক্ষকদের বেতন, মর্যাদা নিয়ে টালবাহানা করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জ্বল হতে দেখব না, আশঙ্কা এটাই। কারণ শিক্ষকদের বেতন কম দিয়ে মর্যাদাহানি করা হলে তারা ঠিকমত পাঠদান করবেন না, এটাই স্বাভাবিক।
তাছাড়া বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার। ইতোমধ্যে সরকার অনেক এগিয়েছে, তবুও অনেক অসঙ্গতি রয়ে গেছে, যা দ্রুত সমাধান করা জরুরি।
No comments: