প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার নিচ্ছেন তিলকারত্নে দিলশান
তিলকারত্নে দিলশানের অপরাজিত ৮৩ রানের ওপর ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটের হারিয়েছে শ্রীলঙ্কা। তবে, এই জয়ের জন্য বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে লঙ্কান বাহিনীকে।
কোলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অধিনায়ক আসগর স্টানিকজাইয়ের দারুণ ব্যাটিংয়ে ভর করে স্কোরবোর্ডে ১৫৩ রান জমা করে আফগানিস্তান। জবাবে, ৭ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা অনুমিত জয় তুলে নেয়।
ব্যাটিং ও বোলিংয়ে ভালো নৈপুণ্য দেখালেও ফিল্ডিংয়ে তার তার ছিটেফোঁটাও দেখাতে পারেনি আফগানরা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অন্তত তিনবার বল বাউন্ডারির বাইরে চলে গেছে আফগানিস্তানের বাজে ফিল্ডিংয়ের কারণে।
উদ্বোধনী জুটিতে ৪১ রান জমা করে শুরুটা ভালোভাবে করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার দিনেশ চান্দিমাল ও তিলকারত্নে দিলশান। ষষ্ঠ ওভারে ১৮ রান করা চান্দিমালকে আউট করেছিলেন মোহাম্মদ নবী। নবম ওভারে লাহিরু থিরিমান্নেকেও আউট করে বড় একটা চমক দেখানোর স্বপ্নই হয়তো দেখতে শুরু করেছিলেন আফগানিস্তানের সমর্থকরা। কিন্তু দিলশান এক প্রান্ত আগলে থাকেন। মাঝে থিসারা পেরেরা ও কাপুগেদারা দুজনেই রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন ১২ ও ১০ রান করে। তবে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে ২১ রানের ইনিংস খেলে আফগানিস্তানকে হতাশ করেছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটা অবশ্য হয়েছিল ধীরগতিতে। তৃতীয় ওভারে মাত্র আট রান করে সাজঘরে ফিরেছিলেন দারুণ ফর্মে থাকা ওপেনার মোহাম্মদ শাহজাদ। অষ্টম ওভারে নূর আলী জাদরানের (২০) উইকেট নিয়েছিলেন রঙ্গনা হেরাথ। দশম ওভারে করিম সাদিক ফিরেছিলেন রানের খাতা না খুলেই। কিন্তু দলের দুঃসময়ে দারুণভাবে জ্বলে উঠেছেন অধিনায়ক স্টানিকজাই। সামিউল্লাহ শেনওয়ারিকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ৬১ রানের ঝড়ো জুটি। এই ৬১ রান এসেছে মাত্র ৩৩ বল খেলে। ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে স্টানিকজাই খেলেছেন ৪৭ বলে ৬২ রানের দারুণ এক অধিনায়কোচিত ইনিংস। শেনওয়ারির ১৪ বলে ৩১ রানের ইনিংসটিও বড় অবদান রেখেছে আফগানদের লড়াইয়ের পুঁজি সংগ্রহের পেছনে। শেষ ওভারে ৩ বলে ১২ রান করে আফগানিস্তানকে ১৫৩ রান পর্যন্ত নিয়ে গেছেন নাজিবুল্লাহ জাদরান।
শ্রীলঙ্কার পক্ষে ৩৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন থিসারা পেরেরা। চার ওভার বল করে ২৪ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ। প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন লঙ্কান ওপেনার দিলশান।#১৭ মার্চ (রেডিও তেহরান):
No comments: