Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারত ২০ ওভারে ১৪৬/৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬: বাংলাদেশ বনাম ভারত





ভারত ২০ ওভারে ১৪৬/৭


 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬: বাংলাদেশ বনাম ভারত

দুই রান। ইশ, ঠিক নন স্ট্রাইকে বলটা দিলে এক রানই হতো।
শেষ বল । মুস্তাফিজ। ওয়াও। অসাধারণ ইয়র্কার।
ফুল লেংথ। জোরে মারতে চেয়েছিলেন ধোনি। কিন্তু হলো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কোনো রান নয়।
আর দুই বল। ভারতের রান ১৪৪। কত হবে শেষ পর্যন্ত?
ফুলটস। ব্যাটে বলে যেভাবে চেয়েছিলেন, সেভাবে হয়নি। দুই রান।
শেষ তিন বলে লড়াইটা জমবে... ধোনি বনাম মুস্তাফিজ...
ইয়র্কার ছিল। এক রান। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার, ধোনি স্ট্রাইকে।
উইকেটে অশ্বিন। চার! কোমরের ওপরে ছিল। আলতো গ্লান্স করে দিলেন অশ্বিন।
প্রথম বল...ওহ ইয়েস!!! জাদেজা আউট! বোল্ড!! অফ কাটার ছিল। জাদেজা উড়িয়ে মারতে চেয়েছিলেন। কিন্তু ব্যাট আর বলের মধ্যে আলোকবর্ষ দূরত্ব রয়ে গেল। বল লাগল মিডল-অফ স্টাম্পে
শেষ ওভার। ১৫০-এর নিচে আটকানো যাবে ধোনিদের? পারবেন মুস্তাফিজ? শেষ ওভারে বোলিংয়ে এলেন বাংলাদেশি বাঁহাতি পেসার।
এক রান। ভারত ১৯ ওভারে ১৩৭/৬
এরই মধ্যে ওভারে ১৩ রান চলে এসেছে। আল আমিন কী জবাব দিতে পারবেন?
আবারও চার! স্লোয়ার বাউন্সার ছিল। স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি।
আবারও ফুলটস!! অফ স্টাম্পের বাইরে। এবারে আর পার পেলেন না। চার!
এবারে ফুলটস। এক রান। মাশরাফি ফিল্ডিংয়ে কিছু বদল এনেছিলেন। উদ্দেশ্য ছিল আল আমিন হয়তো পায়ের ওপর বল রাখবেন। কিন্তু ফুলটস হয়ে গেল। ভাগ্য ভালো মারতে পারেননি ধোনি।
চার! পুরো শক্তির প্রয়োগের হেলিকপ্টার শট। অফ স্টাম্পের বাইরে বলটাকে পাঠিয়ে দিলেন ডিপ কাভারে।
বোলিংয়ে আল আমিন। প্রথম বল ইয়র্কার লেংথ...অসাধারণ। কোনো রান নয়
আর দুই ওভার আছে। কত রানে বেঁধে রাখা যাবে ভারতকে? ব্যাটসম্যানদের জন্য এখনও কাজটা বেশ সহজ করে রেখেছেন বাংলাদেশ বোলাররা। আর দুই ওভার এভাবে চালিয়ে যেতে হবে। ১৪০-এর মধ্যে বেধে রাখা যাবে? কী মনে হচ্ছে আপনাদের?
ভারত ১৮ ওভারে ১২৩/৬
ওভারের শেষ বল। ইয়র্কার। আবারও কোনোমতে ঠেলে দিলেন জাদেজা। কোনো রান হয়নি।
আবারও এক রান। একটা ব্যক্তিগত অর্জন হয়ে গেল ধোনির। টি-২০ তে ১০০০ রান হয়ে গেল। কনগ্রাচুলেশান্স ধোনি।
এক রান। লং অনে ঠেলে দিলেন জাদেজা
এখনও রান রেট সাতের নিচে। এটা কে আর উঠতে দেওয়া উচিত হবে না।
ইয়র্কার। দুর্দান্ত। কোনোমতে ব্যাট পেতে দিলেন জাদেজা।
প্রথম বল খেলবেন জাদেজা...ফুলটস। দুই রান।
এক রান। অফ সাইডে আলতো ঠেলে দিলেন ধোনি।
বোলিংয়ে মুস্তাফিজ। ২ ওভারে ২০ রান দিয়েছেন বাঁহাতি পেসার। উইকেটও পেয়েছেন একটি। শেষ দুই ওভারে কাটার-স্লোয়ারে বিভ্রান্ত করতে পারবেন ভারতীয় ব্যাটসম্যানদের?
উইকেটে জাদেজা। স্ট্রাইকে ধোনি। এক রান। ভারত ১৭ ওভারে ১১৮/৬
ওহ!! ইয়েস!!! যুবরাজও আউট! সুইপ করতে চেয়েছিলেন। ব্যাটের ওপরের অংশে লেগে শর্ট ফাইন লেগে ক্যাচ।
স্ট্রাইকে ধোনি। এক রান। ডিপ কাভারে ফিল্ডারের হাতে বল।
প্রথম তিন বলে দুই রান।
তবে ভালো বোলিং চেঞ্জ। স্পিনে ধোনির হাত খুলতে সমস্যা হবে, আর যুবরাজ তো বাঁহাতি। সবাই জানে, বাঁহাতিদের বিপক্ষে অফ স্পিন কতটা কার্যকর!
বোলিংয়ে মাহমুদউল্লাহ। ঠিক কতদিন পর বোলিংয়ে এলেন তিনি? মনে করতে পারেন?
ভারত ১৬ ওভারে ১১৪/৫
শেষ বল। এবং আবারও একই গল্প। অফসাইডের বাইরে, যুবরাজ পরাস্ত। টানা তিনটি ডট।
আরও একবার। অফ স্টাম্পের বাইরে আউট সুইং... আবারও পরাস্ত যুবরাজ। অসাধারণ বল করছেন আল আমিন
ওহহো...ব্যাটে বাতাস লাগিয়ে বল চলে গেল মুশফিকের হাতে।।
ওহ...না! লেগ সাইডে ছিল। প্রথমে মিস ফিল্ডিং করলেও দুর্দান্তভাবে ঝাঁপিয়ে পড়ে বাউণ্ডারি বাঁচালেন মাশরাফি। দুই রান।
উইকেটে যুবরাজ সিং। আল আমিনের হ্যাটট্রিক চান্স।
এ এক অসাধারণ ক্যাচ! অনেক দূর দৌড়ে এসে স্কয়ার লেগে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরলেন সৌম্য। এমন ক্যাচ, যেটি দেখে জন্টি রোডসও খুশি হয়ে যাবেন।
ও-য়া-ও। বাংলাদেশের সবাই, একবার উঠে দাঁড়ান। হোয়াট আ ক্যাচ!!! এবং অনুমান করুন কে? সৌম্য! ! পান্ডিয়া আউট!
ক্রিজে নতুন ব্যাটসম্যান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্ট্রাইকে পান্ডিয়া।
এবং আউট! রায়না! অসাধারণ ক্যাচ সাব্বিরের। রাউন্ড দ্য উইকেট এসেছিলেন আল আমিন। পুল করেছিলেন রায়না। ব্যাটে বলে হয়নি। অনেক দূর দৌড়ে এসে ক্যাচ নিলেন সাব্বির। অসাধারণ! দুর্দান্ত। জুটিটা ভাঙা বেশ দরকার হয়ে পড়েছিল।
আপাতত এই ওভারে উত্তরটা আল আমিন। ২ ওভারে ২২ রান দিয়েছেন তিনি
শেষ দুই ওভারে ২৮ রান এসেছে। ভারত গিয়ার বাড়িয়ে নিচ্ছে বোঝাই যাচ্ছে। বাংলাদেশের উত্তর কী হবে?
ভারত ১৫ ওভারে ১১২/৩
আবারও চার! আবারও এগিয়ে এলেন পান্ডিয়া। এবারে ডিপ কাভার দিয়ে বাউন্ডারি।
এবারে চার! এগিয়ে এসে বোলারস ব্যাক ড্রাইভ পান্ডিয়ার।
আবারও দুর্দান্ত সাকিব। ক্লেভার বোলিং। এগিয়ে এসেছিলেন রায়না। আগেই বুঝে অনেক বাইরে বল রেখেছেন সাকিব।
আরও এক রান। উইকেট ছেড়ে সরতে চেয়েছিলেন পান্ডিয়া। তবে সাকিব আগেই বুঝে গিয়েছিলেন। পা সোজা বল। এক রানই নিতে পারলেন পান্ডিয়া
বোলিংয়ে সাকিব। প্রথম বলে এক রান।
রান বাড়ানোর চেষ্টা করছে ভারত। এ কারণেই কিনা ধোনি-যুবরাজদের আগে পান্ডিয়াকে পাঠালো।
ভারত ১৪ ওভারে ১০১/৩
উইকেটে হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় বলেই ছক্কা! । স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে।
এবার ওহ, ইয়েস!!! আউট! কোহলি বোল্ড!! এবারেও মারতে চেয়েছিলেন সময়ের সেরা ব্যাটসম্যান। কিন্তু ব্যাটের ফাঁক গলে মিডল স্টাম্পে। চোখের আরামের পরশ বুলিয়ে দিল দৃশ্যটা।
ওহ, নো। ছক্কা! । ইয়র্কার মারতে চেয়েছিলেন। ফুলটস হয়ে গেল।
এবার এক রান। সুন্দর ব্যাটিং
এবার অবশ্য প্রথম বলেই চার! । ব্যাটিং ব্যাকরণ থেকে আনা শট রায়নার। ডাউন দ্য উইকেটে এসে বোলারের মাথার ওপর দিয়ে উড়িয়ে মারলেন।
বোলিংয়ে শুভাগত। ২ ওভারে সাত রান দিয়েছিলেন।
শেষ বলেও এক রান। ভারত ১৩ ওভারে ৮৪/২
আবারও এক। ওভারে পাঁচ বলে চার রান দিয়েছেন সাকিব।
আরও এক রান রায়নার।
আজ কিন্তু ব্যাটসম্যানরা হাত খুলতে পারছেন না। বাংলাদেশ বোলারদের জন্য অবশ্যই আনন্দ হচ্ছে। কিন্তু ব্যাটসম্যানদের নিয়ে একটু শঙ্কাও হচ্ছে। উইকেট একটু ধীর মনে হচ্ছে।
এবার কোহলি। এক রান। লং অনে ঠেলে দিয়েছেন কোহলি।
এবার বোলিংয়ে সাকিব। প্রথম বলে এক রান। উড়িয়ে মেরেছিলেন রায়না। তবে বাউন্স খেয়ে সোজা ডিপ মিড উইকেটে ফিল্ডারের হাতে।
মাশরাফির বোলিং ফিগার: ৪-০-২২-০। তাঁকে নিয়ে সমালোচনার জবাবও কী দিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। উইকেট না পান, বোলিং আজ বেশ দুর্দান্ত করেছেন।
উইকেট হলো না। তবে পয়েন্টে দুর্দান্ত ফিল্ডিং। এক রান। ভারত ১২ ওভারে ৭৯/২
মাশরাফির শেষ ওভারের শেষ বল। একটা উইকেট হয়ে যাক?
আরও এক রান নিলেন কোহলি। স্ট্রাইক বেশ ভালোভাবেই রোটেট করে যাচ্ছেন কোহলি-রায়না।
এক রান
এই গতিতে রান করলে ভারতের প্রোজেক্টেড স্কোর দেখাচ্ছে ১৩২... অত রানও কী করতে দেওয়া উচিত হবে? কত রানে তাদের আটকাতে পারবেন মাশরাফিরা?
এবারে পুল। ফিল্ডার আছেন ওখানে। এক রান।
এবারে দুই রান। ওয়াইড লং অনে মেরেছিলেন কোহলি।
প্রথম বলে কোনো রান হয়নি।
শেষ ওভারটাতে রানের গতি কিছুটা বাড়িয়ে নিয়েছে ভারত। মাশরাফি জবাব দিতে পারবেন? বোলিংয়ে বাংলাদেশ অধিনায়ক
ভারত ১১ ওভারে ৭৩/২
নাহ। মারতে চেয়েছিলেন রায়না। মিস। কোনো রান হয়নি।
টানা দুই বলে দুই ছয়। মুস্তাফিজের ওভারেও এমন হয়েছিল। সে ওভারে উইকেট দিয়ে জবাব দিয়েছিলেন মুস্তাফিজ। আল আমিন পারবেন?
আবার ছক্কা! এটা বাজে বল ছিল। মিড উইকেট দিয়ে অসাধারণ পুল রায়নার।
এবারে পায়ের ওপর। ক্যাচ হবে?...ওহহো!! একটুর জন্য বাউন্ডারিতে ক্যাচ হলো না। উলটো ছক্কা!
দুর্দান্ত বাউন্সার। রায়না হুক করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে বলে হলে তো! কোনো রান হয়নি।
আবার ক্যাচ মিস!! অবশ্য কঠিন ছিল। আল আমিনের কাছেই গিয়েছিল, কিন্তু রিটার্ন ক্যাচটা ধরতে পারলেন না বাংলাদেশ পেসার। এক রান।
প্রথম বলে এক রান। উইকেট ছেড়ে ডিপ কাভারে মেরেছিলেন রায়না।
অনেকক্ষণ পর বল হাতে পেলেন আল আমিন। প্রথম ওভারে আট রান দিয়েছিলেন। এবারে দুর্দান্ত কিছু হয়ে যাক
ইনিংসের অর্ধেক শেষেও ভারতের রানরেট ছয়ের নিচে। দুর্দান্ত বোলিং করছেন মাশরাফিরা। এটা ধরে রাখতে হবে শেষ দশ ওভারেও।
ভারত ১০ ওভারে ৫৯/২
এবার ডাউন দ্য উইকেটে রায়না। ব্যাটে বলে হয়নি। ক্যাচও উঠেছিল। কিন্তু মিড অনে কোনো ফিল্ডার তো নেই। লং অনে এক রান।
দ্রুত এক রান। লেট কাট করতে চেয়েছিলেন কোহলি। ফিল্ডারের হাতে রেখেই এক রান।
দুর্দান্ত ফিল্ডিং। সাবাশ মাহমুদউল্লাহ। ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে কাভার ড্রাইভ করেছিলেন কোহলি। সীমানায় ভালো ফিল্ডিং করে চার বাঁচিয়ে দিলেন মাহমুদউল্লাহ। দুই রান।
এক রান। কোহলি। ডিপ ফরোয়ার্ড পয়েন্টে মেরেছিলেন কোহলি
ক্যাচ উঠেছিল... কিন্তু মাহমুদউল্লাহর একটু সামনে পড়ে গেল। দৌড়েও নাগাল পেলেন না। এক রান।
বোলিংয়ে মাশরাফি। ২ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ধীরে ধীরে উইকেটে সময় নিয়ে জুটি গড়ছেন কোহলি ও রায়না। ভয়ংকর হয়ে ওঠার আগেই ফেরাতে হবে। বল একটু ব্যাটে আসতে সময় নিচ্ছে। পিচ মনে হচ্ছে একটু ধীরগতির। দেখেশুনে খেলতে চাইছেন ভারতীয় দুই ব্যাটসম্যান। কিন্তু বাংলাদেশ তা হতে দেবে কেন?
শেষ দুটি বলও ডট। ভালো ওভার ছিল। ভারত ৯ ওভারে ৫২/২
এবারে কোনও রান হয়নি। এগিয়ে এসেছিলেন কোহলি।
এক রান। নিচু হয়ে এসেছিল বলটা। কাভারে ঠেলে দিয়ে এক রান নিলেন রায়না। বল এখনই একটু স্পিনারদের সাহায্য করছে মনে হচ্ছে।
বোলিংয়ে আবারও পরিবর্তন। শুভাগত হোম।
এখনো ফিফটি হয়নি ভারতের। বোলিংয়ে শুরুটা ভালোই হলো বাংলাদেশের। কত রানে বেঁধে রাখা যাবে বলে মনে করেন?
শেষ বলে এক রান। রায়নার রানের খাতা খুললেন। ভারত ৮ ওভারে ৪৯/২
টানা তিনটি ডট। রায়না গুছিয়ে নিতে সময় নিচ্ছেন। এখনই ফেরানো গেলে ভালোই হতো।
সাকিবের উইকেটের সময় আর পেশাদারিত্বের খোলসটা পরে থাকতে পারলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান। অবশ্য দেশের খেলার সময়ে পেশাদারিত্বের জন্য সময় কোথায়!!
এবার এক রান।
বোলিংয়ে অধিনায়ক মাশরাফি। প্রথম বলে দুই রান নিলেন কোহলি।
দুই ওপেনারকেই ফেরত পাঠানো গেছে। কিন্তু রিল্যাক্স করার সময় কোথায়। উইকেটে রায়না।
ভারত ৭ ওভারে ৪৫/২
ওভারের শেষ বল। এলবিডব্লুর আবেদন... ওহ ইয়েস!! আউট! ধাওয়ান আউট হয়ে গেলেন ২২ বলে ২৩ রান করে। সাকিবের উচ্ছ্বাসটা দেখার মতো ছিল। এই সাকিবকেই তো বারবার দেখতে চায় বাংলাদেশ!!
আরও এক। ধীরে চলো নীতি মেনেই শুরু করেছেন কোহলি।
আরও এক রান। অফ স্টাম্পের ওপরের বলটাকে টেনে ডিপ মিড উইকেটে ঠেলে দিলেন ধাওয়ান।
এক রান। রানের খাতা খুললেন কোহলি।
দুটি বলে কোনো রান আসেনি।
নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। বোলিংয়ে সাকিব
ভারত ৬ ওভারে ৪২/১
বাংলাদেশের বিপক্ষে আগের ৪টি টি-টোয়েন্টিতে ১৭৬ রান করেছিলেন রোহিত। তাঁকে ফেরানো খুব দরকার ছিল। জব ওয়েল ডান মুস্তাফিজ।
ক্যাচ উঠেছে...সাব্বির এগিয়ে এসেছেন... এবং আপনি জানেন কী হলো! আউট! রোহিত শর্মা প্যাভিলিয়নে।
ষষ্ঠ ওভারে এসে হাত খুলছেন ভারতীয় ব্যাটসম্যানরা। দুটি ছক্কা হয়ে গেছে এই ওভারে
এবার ধাওয়ানের ছক্কা! এটিও স্টাম্পের ওপর ছিল। মিড উইকেট দিয়ে উড়িয়ে মারলেন ধাওয়ান।
ইশ! আরও একবার একটুর জন্য রান আউট হলো না। এক রান।
ছয়! স্টাম্পের ওপর ছিল। রোহিত উঠিয়ে দিলেন লং অফ দিয়ে।
এক রান। পয়েন্টে বেশ জোরেই মেরেছিলেন ধাওয়ান। ভালো ফিল্ডিং ছিল।
না এবার আর বদল নয়। মুস্তাফিজ।
পাওয়ার প্লেতে এখন পর্যন্ত বেশ ভালোই বোলিং করেছে বাংলাদেশ। পাঁচ ওভারে পাঁচজন ভিন্ন বোলার। এবার কে?
ভারত ৫ ওভারে ২৭/০
পরপর দুই বলে দুই রান।
ক্যাচ মিস! সাকিব একটু সতর্ক হলেই হতো। ইশ! একটু সামনে পড়েছে বলটা।
আবারও এক রান। ডিপ মিড উইকেটে জোরে মেরেছিলেন ধাওয়ান। কিন্তু খেলোয়াড় ছিল
এবার এক রান।
রান আউটের সম্ভাবনা ছিল... একটু দেরি হয়ে গেল। দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি। নন স্ট্রাইকে থাকা ধাওয়ান অনেকদূর এগিয়ে এসেছিলেন। সাকিব ঠিকমতো বল ধরতে পারলেও হয়তো আউট হতো
আরও একবার বোলিং পরিবর্তন। সাকিব আল হাসান। টি-২০ তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি।
ভারত ৪ ওভারে ২৩/০
ওহ। চার! পাঁচটা ভালো বল নষ্ট হয়ে গেল এই এক বলে। পায়ের ওপর ফুল লেংথ। উঠিয়ে মেরেছিলেন ধাওয়ান। বাউন্ডারি।
এলবিডব্লুর আবেদন!! কিন্তু আম্পায়ার সাড়া দিলেন না। কাটার ছিল। ধাওয়ান একটু এগিয়ে এসেছিলেন।
স্ট্রাইকে রোহিত শর্মা। এক রান। কাভার পয়েণ্টে আলতো ঠেলে দিলেন রোহিত।
এবারে এক রান। এটিও পায়ের ওপরে, তবে একটু ফুল লেংথ। ফ্লিক করে দিয়ে এক রান নিলেন ধাওয়ান।
আরও একবার পরাস্ত। আগের বলটির মতোই। পায়ের ওপরে, ধাওয়ান পরাস্ত, কোনো রান হয়নি।
প্রথম বলেই পরাস্ত ধাওয়ান। পায়ের ওপরে ছিল বলটা। ব্যাটে বলে লাগাতেই পারেননি ভারতীয় ওপেনার। কোনো রান হয়নি
হয়তো মাশরাফিও তাই ভাবছেন। বোলিং চেঞ্জই বলে দিচ্ছে। বুঝতেই পারছেন কে এসেছেন বোলিংয়ে? মুস্তাফিজুর রহমান!
এখন পর্যন্ত রানরেটটা ছয়ের নিচে আটকে রাখা গেছে। তবে সঙ্গে উইকেটও লাগবে। ভারতের যেমন ব্যাটিং লাইনআপ, তাতে শুধু কয়েকটা ডট বলে আসলে বেশি খুশি হওয়ার কিছু নেই।
শেষ বলেও কোনো রান হয়নি। ভারত ৩ ওভারে ১৭/০
দ্রুত একটি রান। প্রথম বলে চারের পর বেশ ভালোই করছেন আল আমিন। চার বলে দিয়েছেন চার রান।
বেশ ভালো বল ছিল। অফ স্টাম্পের ঠিক ওপরে। ধাওয়ানের দুর্বলতাও ওখানে। এক রান
এক রান।
কিন্তু প্রথম বলেই চার! স্কয়ার কাট করলেন রোহিত শর্মা।
আবারও বোলিংয়ে পরিবর্তন। আল-আমিন হোসেন। অস্ট্রেলিয়ার সঙ্গেও এমন বারবার বোলিং পরিবর্তন করিয়েছিলেন মাশরাফি। উদ্দেশ্য একটাই, ব্যাটসম্যানকে অভ্যস্ত হতে না দেওয়া।
ভারত ২ ওভারে ৯/০
শেষ দুই বলও ডট। ভালো ওভার ছিল। মাত্র চার রান।
এবারে হাফ ভলি ছিল। চার! পায়ের ওপরের বলটা পুল করেছেন ধাওয়ান
পরের দুটি বলও ডট।
ওয়াও। বেশ ঘুরেছে বলটা। কোনো রান হয়নি।
কী চমক! বোলিংয়ে শুভাগত হোম।
ভারতের সব ব্যাটসম্যানই ভালো। তবে রোহিত শর্মা ও কোহলিকে তাড়াতাড়ি ফেরাতে হবে। দুজনই যে বাংলাদেশের বিপক্ষে বেশ ভালো খেলেন।
শেষ বলে কোনো রান হয়নি। ভারত ১ ওভারে ৫/০
আরও এক রান। ধীরে সুস্থেই শুরু করছে ভারত
আবারও এক রান। স্টাম্পের ওপর ছিল। সিলি মিড অনে ঠেলে দিলেন রোহিত।
এবারে ভালো বল ছিল। রোহিত ডিফেন্সিভ খেলেছিলেন। পয়েন্টে দুর্দান্ত ফিল্ডিং। কোনো রান হয়নি।
ওয়াইড। পায়ের ওপর হয়তো রাখতে চেয়েছিলেন মাশরাফি। একটু বেশিই বাইরে চলে গেল।
স্ট্রাইকে ধাওয়ান। আবারও অফ সাইডে ঠেলে দিয়ে এক রান।
প্রথম বল। এক রান। অফ সাইডে ঠেলে দিলেন রোহিত শর্মা।
দুদল মাঠে নেমে গেছে। ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ক্রিজে। বাংলাদেশের হয়ে শুরুতেই আক্রমণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাম অন, ম্যাশ।
তিন পেসার নিয়ে আক্রমণ সাজাচ্ছে বাংলাদেশ। কত রানে বেঁধে রাখা উচিত হবে?
তারওপর ব্যাটিংয়ে আরও একটা বড় ভরসা - তামিম ইকবাল ফিরে এসেছেন দলে। তাঁকে জায়গা করে দিতে বাদ পড়েছেন সাকলাইন সজীব।
একটা জায়গায় আজ ভাগ্য বদল এরই মধ্যে হয়ে গেছে। অ-নে-ক দিন পর টস জিতেছেন মাশরাফি। টসে জিতে আগে বোলিং নিয়েছে বাংলাদেশ। এক দিক থেকে ভালোই হলো, লক্ষ্য জেনে নিয়ে ব্যাটিং করা যাবে।
অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে আজ মাশরাফিদের প্রথম বাধা ভারত। পারবে বাংলাদেশ?
সুপার টেনের প্রথম দুই ম্যাচেই হেরে সেমির স্বপ্নটা ফিকে হয়ে গেছে। সমীকরণটাও অনেক জটিল। নিজেদের বাকি দুই ম্যাচে তো জিততেই হবে, সঙ্গে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলও বাংলাদেশের পক্ষে আসতে হবে।
এই ম্যাচের সরাসরি ধারাভাষ্যে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাজ শুভ নারায়ন চৌধুরী
সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে কিছুক্ষণ পর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল
 
মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান টেড ক্রুজের






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply