ইরাকে আরো মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী বিরোধী লড়াইয়ে বাগদাদকে সহায়তা দেয়ার অজুহাতে বাড়তি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরাকে মোতায়েন মার্কিন সেনা দলের সঙ্গে যুক্ত হবে মার্কিন মেরিন এক্সপেডিশনারি ইউনিট বা এমইইউ সেনারা। এতে আরো বলা হয়েছে, বাগদাদের সঙ্গে পরামর্শ করেই বাড়তি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।
দায়েশের রকেট হামলায় এক মার্কিন সেনা নিহত এবং কয়েকজন আহত হওয়ার পরই নতুন করে মার্কিন সেনা মোতায়েনের এ ঘোষণা দেয়া হলো। দায়েশ অধিকৃত মসুল নগরীর ৪৫ মাইল দক্ষিণপশ্চিমে মাখমুর জেলায় মার্কিন সেনাদলের বিশাল ঘাটি রয়েছে। রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে এ ঘাটি অবস্থিত।
আমেরিকা দাবি করছে, মার্কিন সেনারা দায়েশের বিরুদ্ধে লড়ছে এবং ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। অবশ্য ইরাকে দায়েশ বিরোধী কথিত লড়াইয়ে মার্কিন বাহিনী তেমন কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি আর এ নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে ওয়াশিংটন।#২১ মার্চ (রেডিও তেহরান):
No comments: