জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ (শনিবার) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল উদ্বোধন করেন খালেদা জিয়া। এরপর শুরুতে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করে জাসাসের কর্মীরা। বিএনপির এবারের কাউন্সিলের স্লোগান- ‘দুর্নীতি-দুঃশাসনের হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’। কাউন্সিলের এবারের প্রতিপাদ্য, ‘মুক্ত করবোই গণতন্ত্র’।
এর আগে সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াত, রামায়ন, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টা ৩৫ মিনিটে কাউন্সিলে উপস্থিত হন খালেদা জিয়া। কাউন্সিল উদ্বোধন করার পর বেলুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন খালেদা জিয়া। দুপুর ১২টার দিকে বক্তব্য দেবেন তিনি। খালেদা জিয়ার বক্তব্যের আগে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছেলে তারেক রহমান।
মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর বিকাল ৩টায় শুরু হবে দলের মূলপর্ব- জাতীয় কাউন্সিল। আইইবি মিলনায়তনে রুদ্ধদ্বার কাউন্সিলে ‘চেয়ারপারসন ও ‘সিনিয়র ভাইস চেয়ারম্যান’ পদে নির্বাচনের ফলাফলের বিষয়ে দলের গঠিত নির্বাচন কমিশনের প্রতিবেদন পেশ, ভারপ্রাপ্ত মহাসচিবের সাংগঠনিক রিপোর্ট পেশ, সাংগঠনিক বিষয়ে আলোচনা এবং স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা বটমূলে হয়েছিল দলের প্রথম কাউন্সিল। ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় কাউন্সিল। দীর্ঘ আট বছর পর ১৯৮৯ সালের মার্চে অনুষ্ঠিত হয় তৃতীয় কাউন্সিল। আর চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হয় হয় ১৯৯৩ সালে মানিক মিয়া এভিনিউতে। সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয় পঞ্চম কাউন্সিল।#১৯ মার্চ (রেডিও তেহরান):
No comments: