উত্তেজনা ছড়িয়ে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরে গেল বাংলাদেশ
উসমান খাজা- মুস্তাফিজুর রহমান উসমান খাজা- মুস্তাফিজুর রহমান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন দলের প্রধান দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। পেটের পীড়া ও জ্বরের কারণে খেলতে পারেননি দারুণ ফর্মে থাকা ওপেনার তামিম ইকবাল। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা ভালোই করেছে টাইগাররা।
বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান তোলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান। জবাবে, ১০ বল বাকি থাকতেই জিতে যায় স্টিভেন স্মিথের দল।
অস্ট্রেলিয়ার জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন দুই ওপেনার উসমান খাজা ও শেন ওয়াটসন। উদ্বোধনী জুটিতেই যোগ করেছিলেন ৬২ রান। ষষ্ঠ ওভারে ওয়াটসনকে আউট করার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সহজ একটি ক্যাচ তালুবন্দি করতে পারেননি মোহাম্মদ মিথুন। তবে ওয়াটসনকে আউট করার জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। এক ওভার পরেই রানআউট হয়ে সাজঘরে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়াটসনের পর নামা অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভেন স্মিথকে ফেরান মুস্তাফিজুর রহমান। তার ইয়র্কার লেন্থের বল স্মিথের দুই পায়ের ফাঁক দিয়ে স্টাম্পে লাগে। আউট হওয়ার আগে স্মিথ এক ছক্কায় ১৩ বলে ১৪ রান করেন।
ওয়াটসন-স্মিথ ফিরে গেলেও আরেক ওপেনার উসমান খাজা বাংলাদেশকে বেশ ভালোই ভুগিয়েছেন। তবে, ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলেই উসমান খাজাকে বোল্ড করেন আল আমিন। ৪৫ বলে ৭টি চার আর একটি ছক্কায় অজি এই ব্যাটসম্যান করেন ৫৮ রান।
১৫তম ওভারে সাকিব ফিরিয়ে দেন ব্যাটে ঝড় তোলার ইঙ্গিত দেয়া ডেভিড ওয়ার্নারকে। নিজের বলে নিজেই ক্যাচ নেন সাকিব। ওয়ার্নার ৯ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১৭ রান।
১৭তম ওভারে মুস্তাফিজ তার দারুণ স্লোয়ারে ফিরিয়ে দেন ৬ বলে ৬ রান করা মিচেল মার্শকে। পয়েন্টে খানিকটা পিছিয়ে চমৎকার এক ক্যাচ ধরেন সাকিব আল হাসান।
১৮তম ওভার সাকিব ফেরান ১৫ বলে ২৬ রান করা ম্যাক্সওয়েলকে। দুটি করে চার ও ছক্কা হাঁকিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। একই ওভারে হ্যাস্টিংসকেও ফেরান সাকিব। নিজের শেষ ওভারে আঘাত হানেন সাকিব আল হাসান। তার বলে স্টাম্পড হন গ্লেন ম্যাক্সওয়েল (১৫ বলে ২৬)।
গ্লেন ম্যাক্সওয়েলের পর জন হেস্টিংসকেও ফেরান সাকিব আল হাসান। তার বলে উড়িয়ে মারতে গিয়ে সৌম্য সরকারের তালুবন্দি হন হেস্টিংস। সাকিবের ওই ওভারে একটি রান আউট ছাড়াও মিস হয়েছে একটি ক্যাচ। আল আমিন ক্যাচটি মিস না করলে হয়ত খেলার ফলাফল অন্যরকম হতে পারত।
শেষপর্যায়ে দারুণ বোলিং করে প্রায় হেরে যাওয়া ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ম্যাচ শেষে চার ওভার বল করে ২৭ রানের বিনিময়ে সাকিব নিয়েছেন তিনটি উইকেট। দুইটি উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর লড়াকু ব্যাটিংয়ে ভর করে স্কোরবোর্ডে জমা করেছে ১৫৬ রান।
বেশ কিছুদিন ধরেই রান পাচ্ছেন না সৌম্য সরকার। আজও ব্যর্থ হন এই বাঁহাতি ওপেনার। মাত্র ১ রান করেই সাজঘরে ফিরে গেছেন দ্বিতীয় ওভারে। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ভালো ফর্মে থাকা সাব্বির রহমানও। ষষ্ঠ ওভারে আউট হয়েছেন ১২ রান করে। তবে তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়ার পথে বেশ খানিকটা এগিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিথুন। দশম ওভারে আউট হওয়ার আগে মিথুন করেছেন ২৩ রান।
পাকিস্তানের বিপক্ষে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলার পর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও হেসেছে সাকিব আল হাসানের ব্যাট। চাপের মুখে খেলেছেন ২৫ বলে ৩৩ রানের লড়াকু ইনিংস। শেষপর্যন্ত উইকেটে থাকতে পারলে বাংলাদেশের সংগ্রহটা হয়তো আরেকটি বড় হতে পারত। তবে শেষপর্যায়ে দারুণ ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। ১টি ছয় ও ৭টি চার মেরে খেলেছেন ২৯ বলে ৪৯ রানের ইনিংস। মুশফিকের ১৫ রানের ইনিংসটিও ভালো অবদান রেখেছে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি সংগ্রহের পেছনে। ষষ্ঠ উইকেটে তাঁরা গড়েছিলেন ২৮ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি।
চার ওভার বল করে ২৩ রানে তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয় বোলার জামপা। এছাড়া ওয়াটসন পেয়েছেন দুই উইকেট।#২১ মার্চ (রেডিও তেহরান):
No comments: