Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঝাড়খন্ডে ২ মুসলিম পশু ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে দিল দুর্বৃত্তরা





 
 
 
 

 
  ঝাড়খন্ডে ২ মুসলিম পশু ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে দিল দুর্বৃত্তরা


 ভারতের বিজেপি শাসিত ঝাড়খন্ড রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনায় ২ জন মুসলিম গবাদি পশু ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। মিডিয়া সূত্রে প্রকাশ, মুহাম্মদ মজলুম আনসারী (৩২) এবং আজাদ খান ওরফে ইব্রাহিম (১৫) নামে হতভাগ্যদের শুক্রবার দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে একটি গাছে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। নিহতদের হাত পিঠমোড়া দিয়ে বাধা ছিল।



বালুমঠ থানা এলাকার ঝাবর গ্রামের নিকটবর্তী এলাকা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।



লাতেহারের পুলিশ সুপার অনুপ বরথরি বলেন, হত্যার পদ্ধতি এবং লাশ গাছে ঝুলিয়ে দেয়ায় মনে হচ্ছে হত্যাকারীদের মনের মধ্যে অনেক ঘৃণা ছিল।



ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (গণতান্ত্রিক)’র স্থানীয় বিধায়ক প্রকাশ রাম বলেন, ‘এ ঘটনার নেপথ্যে হিন্দু মৌলবাদীদের হাত রয়েছে।’ তিনি বলেন, ‘চার মাস আগেও বালুমঠের গোমিয়া গ্রামে পশু ব্যবসায়ীদের হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু সে সময় কোনো প্রকারে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।’



একটি সূত্রে প্রকাশ, ওই গবাদি পশু ব্যবসায়ীরা ৮ টি মহিষ বাজারে নিয়ে যাওয়ার সময় একটি গ্রুপ হামলা চালিয়ে তাদেরকে নির্মম ভাবে হত্যা করে। এ ঘটনার নেপথ্যে পশু সংরক্ষণ সমিতির সদস্যদের হাত থাকতে পারে বলেও ওই সুত্রটি জানিয়েছে।

এদিকে, হত্যার প্রতিবাদে বিক্ষোভকারী গ্রামবাসীরা বলেন, পশু ব্যবসায়ী হওয়ার কারণে ওই দু’জনকে টার্গেট করা হয়েছিল। নিহতদের লাশ গাছে ঝুলে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশ নিহতদের লাশ গাছ থেকে নীচে নামানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাসিন্দারা রাচি-চাতরা সড়ক অবরোধ করে পাথর ছুঁড়লে মহকুমা প্রশাসক কমলেশ্বর নারায়ণ এবং ৬ পুলিশ কর্মী আহত হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি চালানোর পাশাপাশি শূন্যে গুলি ছুঁড়তে হয়। #১৯ মার্চ (রেডিও তেহরান):






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply