মেহেরপুরের গাংনীতে প্রবীনদের স্বাস্থকর জীবন যাপন শীর্ষক সচেতনতামুলক প্রচারণা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ও আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডা. এমকে রেজা।
ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম স , গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্যানেটারী পরিদর্শক মশিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হান্নান, স্বাস্থ্য পরিদর্শক নুরুন্নাহার, যক্ষা নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম, সাংবাদিক জুলফিকার আলী কানন, মাজেদুল হক মানিক, সাহাজুল ইসলাম সাজু।
ষার্টোর্ধ প্রবীন মানুষগুলো আপনজনদের সান্নিধ্যে থাকতে চাই। এসময় তাদের নিঃসঙ্গতা কাটাতে আপনজনদের কাছে পেতে চাই, চাই একটু সহানুভূতি। প্রবীন ব্যক্তিরা সাধারণত শারীরিক ও মানসিকভাবে ধীরগতি সম্পন্ন হয়ে পড়ে। বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন দৈহিক ও শারীরিক সমস্যা দেখা দেয়। তাই প্রবীনদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে এ প্রজন্মকে সচেতন হতে হবে। সকলকে এগিয়ে আসতে হবে তাদের রক্ষায়। প্রবীনদের স্বাস্থকর জীবন যাপন শীর্ষক সচেতনতামুলক প্রচারণা বিষয়ক পরামর্শ সভায় এ তথ্য উঠে এসেছে।
“প্রবীন স্বাস্থ্য সুরক্ষা করি, সুস্থ বার্ধক্য গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে
No comments: