ইন্দোনেশিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ আরোহীর সবাই নিহত হয়েছে। দেশটির সুলাওয়াসি দ্বীপে এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। নিহতের অধিকাংশই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলে জানানো হয়েছে। নিহতদের মধ্যে সুলাওয়াসি প্রদেশের সেনাকমান্ডার সাইফুল আনোয়ারও আছেন।
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী বিরোধী একটি অভিযানে সহায়তার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার সামরিক মুখপাত্র জানান, রোববার সন্ধ্যায় বেল ৪১২ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে সাত আরোহী এবং ছয় ক্রু ছিল বলে জানান তিনি। অবতরণের মাত্র ১০ মিনিট আগে এটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হেলিকপ্টারের ১২টি লাশ উদ্ধার গেছে এবং ১ জন ক্রুর মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায় নি।
দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। অবশ্য খারাপ আবহাওয়া এবং বজ্রপাতকে এ দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।#২১ মার্চ (রেডিও তেহরান):
No comments: