সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীকে শক্তিশালী করা হবে : প্রধানমন্ত্রী
সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীকে শক্তিশালী করা হবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) সকালে চট্টগ্রামের পতেঙ্গা ঈশা খা নৌ-ঘাঁটিতে তিনটি যুদ্ধ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময়, জাহাজ তিনটির অধিনায়কের হাতে কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে দিয়ে যুদ্ধজাহাজ তিনটি নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে তাদের অপারেশনাল কার্যক্রম শুরু করল। নতুন যুক্ত হওয়া যুদ্ধজাহাজের মধ্যে বানৌজা ‘সমদ্র অভিযান’ যুক্তরাষ্ট্র থেকে এবং বানৌজা ‘স্বাধীনতা ও ‘প্রত্যয়’ চীন থেকে আনা হয়েছে।
শেখ হাসিনা বলেন, নৌবাহিনীতে নতুন যুদ্ধজাহাজ যুক্ত হওয়ায় এই বাহিনী আরো একধাপ এগিয়ে গেল। এই জাহাজের প্রয়োজন কেবলই নৌবাহিনীর জন্য নয়, সমগ্র দেশের জাতির জন্যই এটি প্রয়োজন। আমরা নৌবাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে চাই। এজন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা আমরা নিচ্ছি। আমরা চাই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের হোক।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাহাজ তিনটি নৌবাহিনীতে অন্তর্ভুক্তির ফলে দেশের বিশাল জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্রে অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা বৃদ্ধি, মৎস্য ও প্রাকৃতিক সম্পদক সংরক্ষণ, তেল-গ্যাস অনুসন্ধানের ব্লকসমূহে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিকভাবে দেশের ব্লু ইকোনমি উন্নয়নে সহায়ক হবে। এসব যুদ্ধজাহাজ বিশ্বশান্তি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
যুদ্ধ জাহাজগুলো উদ্বোধনের পর নৌবাহিনীর বিশেষ সন্ত্রাসবিরোধী মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দেশে প্রথমবারের মতো বিশেষ ধরনের ফায়ার পাওয়ার মহড়ার আয়োজন করে নৌবাহিনী। সন্ত্রাসবিরোধী এ মহড়া পরিচালনা করেন নৌবাহিনীর কমান্ডোরা। যাতে একযোগে থাকবে হেলিকপ্টার, টহল এয়ারক্স্যাফট ও যুদ্ধজাহাজ। কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দর এলাকা ঘিরে এ বিশেষ মহড়া প্রদর্শিত হয়।#১৯ মার্চ(রেডিও তেহরান):
No comments: