Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দক্ষিণ আফ্রিকার দেয়া ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষপর্যন্ত ৩৭ রানে হেরেছে দেশ আফগানিস্তান





দক্ষিণ আফ্রিকার দেয়া ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষপর্যন্ত ৩৭ রানে হেরেছে   দেশ আফগানিস্তান


ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান ক্রিস মরিস ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান ক্রিস মরিস

দক্ষিণ আফ্রিকার দেয়া ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষপর্যন্ত ৩৭ রানে হেরে গেলেও লড়াইটা ভালোই চালিয়েছে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তান। বাছাইপর্বে দাপুটে নৈপুণ্য দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ভালোই লড়াই করেছিল।



ইংল্যান্ডের বিপক্ষে ২২৯ রানের পাহাড় গড়ার পর আজ আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা করেছিল ২০৯ রান। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে মনে হয়েছিল এত বড় লক্ষ্যের সামনে দাঁড়াতেই পারবেন না আফগান ব্যাটসম্যানরা। কিন্তু দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করে ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন মোহাম্মদ শাহজাদ, সামিউল্লাহ শেনওয়ারিরা। প্রথম দশ ওভারে দুই উইকেটে ১০৩ রান তুলে প্রোটিয়াদের রীতিমতো ‘কাপিয়ে’ দিয়েছে আফগানরা। শেষ ওভারে অলআউট হয়ে যাওয়ার আগে আফগানিস্তানের স্কোরবোর্ডে জমা হয়েছিল ১৭২ রান।



২১০ রানের বিশাল লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নেমে দারুণভাবে শুরু করেছিলেন আফগানিস্তানের দুই ওপেনার শাহজাদ ও নুর আলী জাদরান। ৪ ওভারের উদ্বোধনী জুটিতে জমা করেছিলেন ৫২ রান। পাঁচটি ছয় ও তিনটি চার মেরে ১৯ বলে ৪৪ রানের অসাধারণ ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন শাহজাদ। শুরুটা দারুণভাবে করলেও পরে আর বড় কোনো ইনিংস খেলতে পারেননি আফগান ব্যাটসম্যানরা। ২৬ রান করেছিলেন গুলবদন নাইব। ২৫ রান এসেছে শেনওয়ারি ও জাদরানের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে দারুণ বোলিং করে ২৭ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন ক্রিস মরিস। দু’টি করে উইকেট লাভ করেন অ্যাবোট, ইমরান তাহির ও কাগিসো রাবাদা। স্টেইনের পরিবর্তে খেলা উইসি চার ওভারে ৪৭ রানের বিনিময়ে উইকেটশূন্য থাকেন।



এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটে ঝড় তুলেছিলেন কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্স। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ২০৯।



প্রোটিয়ারা শুরুতেই হাশিম আমলার (৫) উইকেট হারায়। তবে আরেক ওপেনার কুইন্টন ডি কক ৩১ বলে ৪৫ রানের ইনিংস উপহার দেন। ইনিংসের দশম ওভারে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ব্যক্তিগত ৪১ রানে (২৭ বল) রান আউটের ফাঁদে পড়েন। তৃতীয় উইকেট জুটিতে ঝড়ো গতিতে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি।



আফগান বোলারদের উপর দিয়ে রীতিমতো তাণ্ডব চালান এবি ডি ভিলিয়ার্স। ৪টি চার ও পাঁচ ছক্কায় মাত্র ২৯ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এবি। ১৮তম ওভারে মোহাম্মদ নবীর বলে নুর আলী জারদানের হাতে তালুবন্দি হন তিনি।



ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ৮ বলে ১৯ রান । ২০ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন ডুমিনি।



আফগানদের হয়ে একটি করে উইকেট নেন আমির হামজা, শাপুর জাদরান, দাওলাত জাদরান ও মোহাম্মদ নবী।



চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান ক্রিস মরিস।২০ মার্চ (রেডিও তেহরান):
    






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply