ভারতের পর অস্ট্রেলিয়া কে হারালো নিউজিল্যান্ড
ভারতে পা দেওয়ার আগে ম্যাককালাম-গাপটিলরা বলেছিলেন টি২০ বিশ্বকাপটা জেতার জন্যই লড়বেন তারা। ক্রিকেট বিশ্লেষকরা এবারের আসরে অন্য দলগুলোর চেয়ে অনেক এগিয়ে রেখেছেন কিউইদের। কথাটা যে মিথ্যে নয় প্রথম ম্যাচ থেকেই তার প্রমাণ দিয়ে চলেছে নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচে দুর্দান্ত দাপট দেখিয়ে স্বাগতিক ভারতকে হারায় গাপটিলরা। আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে প্রায় এক পা দিয়ে রাখলো কেন উইলিয়ামস বাহিনী। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৪২ রান। জবাবে শেষ পর্যন্ত উত্তেজনা ধরে রাখলেও ১৩৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।
১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করেছিল অজিরাও। ৪৪ রানে প্রথম উইকেট হারায় স্মিথের দল। ম্যাকক্লেনাঘানের বলে মিডঅফে উইলিয়ামসনের তালুবন্দি হয়ে ফেরেন ১২ বলে ১৩ রান করা ওয়াটসন। পরের ওভারেই স্যান্টনার ফিরিয়ে দেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে।
নবম ওভারের শেষ বলে রান আউট হয়ে ফেরেন উসমান খাজা। আউট হওয়ার আগে ২৭ বলে ৩৮ রান করেন তিনি। ১১তম ওভারের প্রথম বলে স্যান্টনারের বলে গাপটিলের হাতে ধরা পড়েন ওয়ার্নার। ইশ সোধির বলে ১৬তম ওভারে উইলিয়ামসনের তালুবন্দি হন ব্যক্তিগত ২২ রান করা ম্যাক্সওয়েল। এরপরই অজিদের হার প্রায় নিশ্চিত হয়ে যায়।
তবে শেষের দিক মিচেল মার্শ ভালো খেললেও দলের পরাজয় এড়াতে পারেননি এই ব্যাটসম্যান।
এর আগে শুরুটা দুর্দান্ত করেও সংগ্রহটা ১৪২ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। ৭ ওভারেই ৬১ রান তুলে ফেলেছিল কিউইরা। বাকি ১৩ ওভারে এলিয়ট, টেলররা তুলতে পেরেছেন মাত্র ৮১ রান।
শুক্রবার ধর্মশালায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের অষ্টম ওভারে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।
ফকনারের বলে ম্যাক্রওয়েলকে ক্যাচ দিয়ে বিদায় নেন মার্টিন গাপটিল। আউট হওয়ার আগে গাপটিল ২৭ বলে দুটি চার আর চারটি ছক্কায় করেন ৩৯ রান। নবম ওভারে বিদায় নেন উইলিয়ামসন। ম্যাক্সওয়েলের বলে আগারের তালুবন্দি হন কিউই দলপতি। ২০ বলে ২৪ রান উইলয়ামসন।
১১তম ওভারে ম্যাক্সওয়েলের দ্বিতীয় শিকার কোরি অ্যান্ডারসন। ৬ বলে মাত্র ৩ রান তিনি। ১৪তম ওভারে মিচেল মার্শ ফেরান ২৬ বলে ২৩ রান করা কলিন মুনরোকে। ১৭তম ওভারে শেন ওয়াটসন ফিরিয়ে দেন রস টেলরকে। ১১ বলে ১১ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এরপর ফিরে যান লুক রঞ্চিও। গ্রান্ট এলিয়ট ভালো ব্যাটিং করলেও দলের স্কোরটাকে খুব বেশি বাড়াতে পারেননি তিনি।
No comments: