উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের এক নির্দেশে সই করেছেন। দেশটির সাম্প্রতিক পরমাণু অস্ত্র পরীক্ষা ও মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রতিবাদে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
এ নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় অবস্থিত উত্তর কোরিয়ার সরকারি সম্পদ আটক থাকবে। সেইসঙ্গে উত্তর কোরিয়ায় মার্কিন পুঁজি বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি দেশটির সঙ্গে আমেরিকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ ছাড়া, উত্তর কোরিয়ার সঙ্গে যেকোনো লেনদেনে জড়িত ব্যক্তিদেরকে কালো তালিকার অন্তর্ভুক্ত করা হবে। এই তালিকায় মার্কিন নাগরিকদের পাশাপাশি অ-মার্কিন নাগরিকদেরও অন্তর্ভুক্তির আশঙ্কা রয়েছে।
উত্তর কোরিয়া গত ৬ জানুয়ারি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় এবং ৭ ফেব্রুয়ারি মহাকাশের কক্ষপথে সাফল্যের সঙ্গে কৃত্রিম উপগ্রহ স্থাপন করে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিষেধাজ্ঞার আদেশে সই করে দাবি করেছেন, উত্তর কোরিয়ার জনগণকে কষ্ট দেয়া এ নিষেধাজ্ঞার লক্ষ্য নয়। একইসঙ্গে তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞার শিকার হওয়ার জন্য উত্তর কোরিয়ার নেতার উচিত নিজেকে দায়ী করা।#১৭ মার্চ (রেডিও তেহরান):
No comments: