বাংলাদেশের সংসদের বাইরের প্রধান বিরোধীদল বিএনপির কাউন্সিলে নির্বাচন ও শেখ হাসিনা প্রসঙ্গে বক্তব্যের জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবি তুলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ(সোমবার) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেছেন,“খালেদা জিয়া হাসিনাবিহীন নির্বাচনের কথা বলেছেন। এটি কিসের ষড়যন্ত্র? তিনি কি আরেকটি ২১ আগস্ট চান? এর তদন্ত প্রয়োজন।”
শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিটি নতুন করে তুলে ধরেন। সেখানেই তিনি সরকারের প্রতি আলোচনায় আসার আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন,“শুধু আমরা নই,প্রায় সবাইই বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকার চায়। এর জন্য যত দ্রুত সম্ভব সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। কীভাবে সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে, সে ব্যাপারে সকলের আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছাতে চাই।”
আর কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি ‘শেখ হাসিনাকে বাদ দিয়ে’ নির্বাচন করার কথা বলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, “তার (খালেদা) বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া প্রয়োজন। তিনি ফৌজদারি অপরাধ করেছেন। সরকারকে অনুরোধ করবো, খালেদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।”
গতকাল ভিন্ন এক অনুষ্ঠানে সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি’র কাউন্সিলে বেগম জিয়ার বক্তব্যে তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।
রোববার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও বলেছেন, খালেদা জিয়ার কথায় তিনি প্রাণনাশের হুমকি দেখছেন।#২১ মার্চ (রেডিও তেহরান):
No comments: