মেহেরপুর জেলার ১১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩০টি মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার স্ব স্ব বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন দেয়াকে কেন্দ্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একধরণের প্রাণচাঞ্চল্যতা দেখা গিয়েছে। কোনো ব্যানার পোষ্টার না থাকলেও ছিল ব্যালট পেপার, সিল, ব্যালট বাক্স। নির্বাচন পরিচালনার জন্য ছিল প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবকিছু। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার লক্ষ্যে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা। এ নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিটি বিদ্যালয়ে একজন করে প্রধানমন্ত্রীসহ ৮জন প্রতিনিধি নির্বাচন করেছে তাদের সহপাঠিরা। নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক বছর বিদ্যালয়ের আটটি কার্যক্রমের দায়িত্ব পালন করবে। এর মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষন, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, বৃক্ষরোপণ ও বাগান তৈরি ,পানিসম্পদ এবং দিবস ও উদযাপন অনুষ্ঠান।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নীতিমালা অনুযায়ী জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন করতে হবে। তবে নিম্ম মাধ্যমিক ও কলেজ যুক্ত বিদ্যালয়গুলোকে নির্বাচনের বাইরে রয়েছে। সোমবার একযোগে জেলার ১১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩০ টি মাদ্রাসায় একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়
No comments: