চকশ্যাম নগর গ্রামে হুসাইন
মেহেরপুরের সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামের এতিমমৃগীর হুসাইন এখন রাস্তাই রাস্তাই পাগলের মত ঘুরে বেড়াচ্ছে।মেহেরপুরের সদর উপজেলার চকশ্যাম নগর প্রামের সহপাঠি জানান,মেহেরপুরের সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামের প্রাথমিক বিদ্যালয় এর প্রথম শ্রেনী তে মো: হুসাইন ইসলাম পড়তো ও সবার সাথে খেলা করতো। এমনকি স্কুলেরর প্রথম শ্রেনীর ছাত্রদের মধ্যো ছিল সে এক জন। তারা তিন ভাই তাদের মধ্যে হুসাইন মেজো। হঠাৎ কয় একদিন আমরা আর হুসাইন কে স্কুলের সামনে বেঞ্চে দেখতে পেলাম না। তারপর তাদের বাসাই গিয়ে দেখি সে এমন এক রোগে আক্রান্ত হয়েছে যে কারণে তাকে আজো সেই রোগের ভাগ বহণ করে আসছে রোগটির নাম মৃগীরোগ। যখন তার এই রোগটি ওঠে তখন আমরা তার পাশথেকে পালিয়ে গেলেও অনেক দুঃখ পেতাম। আর তাদের যাাইগা জমি ববলতে ভিটে ছাড়া কিছু নেই। তার কিছু দিন পর তার পিতা মারা য়ায়। আর হুসাইন এখন রাস্তাই রাস্তাই পাগলের মত ঘুরে বেড়াই। আর এদের সহযোগীতার হাত বাড়ানোর মত কেউ নেই। তাই আমরা হুসাইন এর জন্য সাহায্য করবেন ও সে যেন আগের মত আমাদের সাথে খেলতে পারে ঘুরতে পারে।
পারলে সহযোগীতার হাত বাড়িয়ে দেবেন । চিত্রে যে ছেলে কে দেখছেন তার নাম হুসাইন একটি অশ্রুকরুণার কান্নার হাহাকার।
No comments: