Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দক্ষিণ আফ্রিকার ২২৯ রানের পাহাড় টপকে ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়





দক্ষিণ আফ্রিকার ২২৯ রানের পাহাড় টপকে ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

দক্ষিণ আফ্রিকার মতো ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও শুরু থেকেই চড়াও হয়েছিলেন বোলারদের ওপর। কিছুটা বরং এগিয়েই ছিলেন প্রোটিয়াদের চেয়ে। দক্ষিণ আফ্রিকা ৫০ রান পূর্ণ করতে খেলেছিল ২৩ বল। আর ইংল্যান্ডের প্রথম ৫০ রান এসেছে মাত্র ১৭ বল খেলে। ইংল্যান্ড অবশ্য প্রথম পাঁচ ওভারের মধ্যে হারিয়েছিল দুইটি উইকেট। তৃতীয় ওভারে ৭ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন অ্যালেক্স হালেস। আরেক ওপেনার জ্যাসন রয়কে দেখা গেছে আরও বিধ্বংসী ভূমিকায়। তবে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। পঞ্চম ওভারে আউট হয়েছেন ১৬ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে। দুইটি উইকেটই নিয়েছেন কাইল অ্যাবট। ষষ্ঠ ওভারে বেন স্টোকসও কাগিসো রাবাদার শিকার হয়ে ফিরে গিয়েছিলেন ১৫ রান করে। ছয় ওভারের পাওয়ার প্লে শেষে তিন উইকেট হারানোর পর ইংল্যান্ডের রান সংগ্রহের গতিও কমে গিয়েছিল বেশ খানিকটা। দশম ওভারে অধিনায়ক ওয়েন মরগানকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে বসিয়েছিলেন জেপি ডুমিনি। তবে পঞ্চম উইকেটে ৩৬ বলে ৭৫ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দেন রুট ও জস বাটলার। ১৬তম ওভারে বাটলার ২১ রান করে আউট হয়ে গেলেও রুট লড়েছেন শেষপর্যন্ত। ১৯তম ওভারের দ্বিতীয় বলে রুট যখন আউট হন তখন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১০ বলে ১১ রান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply