Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারত মাতা কী জয়’ না বললে নাগরিকত্ব কেড়ে নেয়ার দাবি শিবসেনার




ভারত মাতা কী জয়’ না বললে নাগরিকত্ব কেড়ে নেয়ার দাবি শিবসেনার


: ভারতে যারা ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেবে না তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার কেড়ে নেয়ার দাবি তুলল হিন্দুত্ববাদী দল শিবসেনা। তাদের দলীয় মুখপত্র ‘সামনা’য় আজ (বৃহস্পতিবার) মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসিকে টার্গেট করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘যারা ‘ভারত মাতা কী জয়’ বলবে না তাদের নাগরিকত্ব এমনকি ভোটাধিকারও কেড়ে নেয়া উচিত।’


মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে শিবসেনা বলেছে, ‘মহারাষ্ট্রে বিজেপি দলের সরকার এবং বিজেপিরই মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কীভাবে ওয়াইসি ভারত মাতার অপমান করে ভালোভাবে ফিরে যেতে পারে? এর জবাব মুখ্যমন্ত্রী ফড়নবিসকেই দিতে হবে।’



‘সামনা’য় ভারতে বসবাসকারী মুসলিমদের উদ্দেশ্যেও পরামর্শ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ওয়াইসি ভারত মাতার অসম্মান করেছেন। এবার ওয়াইসির বিরোধিতায় মুসলমানদের ভারত মাতার জয়-জয়কার করতে হবে। যারা ‘ভারত মাতা কী জয়’ বলবে না, তাদের নাগরিকত্ব বাতিল করা হোক এবং ভোটাধিকার কেড়ে নেয়া হোক।



সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘হার্দিক প্যাটেল ভুল করে জাতীয় পতাকার অসম্মান করায় তাদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হয়েছে এবং তিনি এখন কারাগারে রয়েছেন। ভারত মাতার অপমান করে ওয়াইসিও কী রাষ্ট্রদ্রোহী আচরণ করেননি?’



শিবসেনার বিরুদ্ধে অবশ্য দ্বিচারিতার অভিযোগ তুলে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস মুখপাত্র আল নাসির জাকারিয়া বলেছেন, শিবসেনা অন্যদের জাতীয়তাবাদ নিয়ে পরামর্শ দিচ্ছে, যদিও তাদের দখলে থাকা বৃহন্মুম্বাই পৌরসভায় ব্যাপক দুর্নীতি হচ্ছে। ওদের এটা বোঝা উচিত যে, আগে ওরা নিজেরা স্বচ্ছ হোক, তবেই ওদের কথায় অন্যরা এমনকি ওদের শরিক বিজেপিও গুরুত্ব দেবে। স্রেফ স্লোগান দিলেই জাতীয়তাবাদী হওয়া যায় না!



এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেছেন, যে কেউ আরএসএস এবং বিজেপির সহমত না হতেই পারে। আরএসএস এবং বিজেপি ভারত মাতাকে এক দেবী রূপে পেশ করছে এবং আশা করছে সবাই স্লোগান দেবে।’ তিনি বলেন, ‘ওদের প্রথমে নিজেদের এ নিয়ে স্পষ্টীকরণ দেয়া উচিত আসলে সকল ভারতীয়কে তারা কার প্রশংসা করাতে চাচ্ছে। এর পরেই তাদের অন্যদের দেশপ্রেমের প্রমাণপত্র বিতরণ করা উচিত।’



সম্প্রতি মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন মহারাষ্ট্রের লাতুরে এক জনসভায় বলেছিলেন, আমার গলায় ছুরি ধরা হলেও আমি ‘ভারত মাতা কী জয়’ বলব না। সংবিধানে ‘ভারত মাতা কী জয়’ বলার কথা কোথাও লেখা নেই। এ নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। # ১৭ মার্চ (রেডিও তেহরান)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply