Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » তাসকিন ও আরাফাত না থাকায় অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের সমর্থকরা




 তাসকিন ও আরাফাত না থাকায় অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের সমর্থকরা
 তাসকিন ও আরাফাত না থাকায় অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের সমর্থকরা
 


  তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে ছাড়াই সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের দুই বোলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশের ক্রিকেট ভক্তরা।

আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের সাময়িকভাবে নিষেধাজ্ঞার খবর আসার পর সেই প্রতিক্রিয়া উঠেছে তুঙ্গে।

এনিয়ে সোশাল মিডিয়ায় চলছে তোলপাড়।

এরকম একটি বড় টুর্নামেন্ট চলাকালে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে আপত্তি অনেকের।

ঢাকায় এক ক্রিকেট ভক্ত বলেছেন, “ অনেক খেলোয়াড়ের ছবি দেখলাম তাদের বোলিং অ্যাকশন নিয়ে। তাদের জন্য কোন সমস্যা নেই। বাংলাদেশের ক্ষেত্রে টুর্নামেন্ট চলাকালীন এমনটা করা ঠিক হয়নি।”

চেন্নাইয়ে এই দুই খেলোয়াড়ের বোলিং অ্যাকশন নিয়ে যে পরীক্ষা হয়ে গেলো তার দিকেও নজর রাখছিলেন অনেক ভক্ত।

সেই পরীক্ষার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলে একজন বলছেন, “বিসিবিকে যে ইমেইল করা হয়েছে তাতে বলা হয়েছে, পরীক্ষার সময় তাকে তিন মিনিটে ন’বার বাউন্সার দিতে বলা হয়েছে। এটা তো পুরো অন্যায়। কোন বোলারের পক্ষে তা সম্ভব নয়।”

ভক্তদের অনেকে বলছেন, বিশেষ করে তাসকিনকে মিস করবেন সবাই।

“তাসকিন এখন ফুল রিদমে বল করছে। ফুল ফর্মে আছে। আমি দেখছিলাম যে ১১৪টা বলের মধ্যে ৬৬টি ডট বল। এরকম সময়ে এমন সিদ্ধান্ত। তার মতো দ্বিতীয় আর একটি বোলার বাংলাদেশে নেই,” বলছিলেন আরেক ক্রিকেট ভক্ত। গত ৯ই মার্চ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের সময় বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে।
  আইসিসির ওয়েবসাইটে সাময়িক নিষেধাজ্ঞার ঘোষণা

এর পর চেন্নাইতে একটি পরীক্ষা কেন্দ্রে দু’জনের বোলিং অ্যাকশনের বৈজ্ঞানিক পরীক্ষা হয়।

তারপর গতকাল তাদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে।

এনিয়ে প্রতিক্রিয়া শুধু যে ভক্তরাই জানাচ্ছেন এমন নয়। সাবেক ক্রিকেটারদের দিক থেকেও অনেকে প্রশ্ন তুলছেন।

তারা প্রশ্ন করছেন, কিছুদিন আগেও আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়া বোলারদের অ্যাকশন নিয়ে তখন অভিযোগ না উঠলেও এখন কেন উঠছে?

সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু বলছেন, “যেকোনো খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেজন্য আমরা ম্যাচ রেফারি বা আম্পায়ারকে দোষ দেব না। কিন্তু আমাদের প্রশ্ন হলো এই খেলোয়াড়েরা তো আরো অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। কদিন আগে এশিয়া কাপ হলো সেখানে বিদেশি ম্যাচ রেফারি ছিলো। তারা কেউ তো তাদের নো বল কল করলো না বা কোনোভাবে সতর্কও করলো না যে তারা চাক বল করছে।”

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলছেন, এমন বড় টুর্নামেন্টের মধ্যে নিষেধাজ্ঞা একটি দলের মনোবল ভেঙে দেয়ার জন্য যথেষ্ট।

তিনি বলছেন, “ এভাবে আসলে টুর্নামেন্টের মাঝখানে কাউকে কল করাটা আমার মনে হয় ঠিক না। কারণ এটা আসলে একটা টিমকে পুরো আপসেট করে ফেলে। এই প্রক্রিয়াটা নিয়েই আমার প্রশ্ন আছে।”

তিনি আরো বলছেন, “এর আগে যাদের ডাকা হয়েছে তাদের সাধারণত দু’দেশের সিরিজ খেলার সময় ডাকা হয়েছে। এরকম বিশ্ব টুর্নামেন্টের মাঝখানে বোলিং অ্যাকশন পরীক্ষা সম্ভবত এটাই প্রথম। আমি যদি ভুল করে না থাকি।”

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই দুই বোলারের বিষয়ে আইসিসির সাথে কথাবার্তা চলছে।

কিন্তু কাল সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের অনুপস্থিতিতে কেমন হবে বাংলাদেশের খেলা সেনিয়ে দুশ্চিন্তায় ভক্তরা।  বিবিসি বাংলা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply